Also read in

আজকের শিরোনাম: দ্বিতীয় খসড়া ৩০ জুলাইয়ের মধ্যে। প্রথম খসড়া থেকে বাদ ১ লক্ষ ৩৯ হাজার নাম। বরাকের একাংশ ঠিকাদারকে হুঁশিয়ারি দিলেন হেমন্ত

সুপ্রভাত । আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৩রা জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আজ সবগুলো স্থানীয় কাগজই এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের খবরকে ব্যানার হেডলাইন করেছে ।

দৈনিক যুগশঙ্খের আট কলাম জোড়া লিড নিউজ:

এনআরসির চূড়ান্ত খসড়া ৩০ শে জুলাই। সন্দেহভাজন ! বাদ যাচ্ছে প্রথম তালিকার দেড় লক্ষ।

সাথে আছে এই নিয়ে আরো খবর:

সুপ্রিম এজলাসে আশাহত সংখ্যালঘুরা, খসড়া- ছুট থাকছেন লক্ষ লক্ষ

সাময়িকের মূখ্য শিরোনাম:

প্রতীক হাজেলার সব ফরমানকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট- এনআরসি চূড়ান্ত খসড়া ৩০ জুলাই

সাথে আছে

আংশিক খসড়ায় নাম থাকা দেড় লক্ষ ছিটকে যাচ্ছেন চূড়ান্ত খসড়া থেকে- স্বস্তি পাওয়া মানুষের বুকে বিঁধলো অস্বস্তির কাটা

বক্স করে আছে

নিরাপত্তা বাড়ছে হাজেলা ও তার পরিবারের

দৈনিক প্রান্তজ্যোতির লিড নিউজ:

দ্বিতীয় খসড়া ৩০ জুলাইর মধ্যেই – ৩১ জুলাই ফের শুনানি। প্রথম খসড়া থেকে বাদ যাবে ১ লক্ষ ৩৯ হাজার নাম

নববার্তা প্রসঙ্গ জানাচ্ছে :

আদালতে গুরুত্ব পেল না কমলাক্ষ দের মামলা- সংখ্যালঘুদের ওপর কোপ পড়ার আশঙ্কা ।প্রতীক হাজেলার পরিবারকে জেড ক্যাটাগরির নিরাপত্তার নির্দেশ আদালতের

রাজ্যের মুখ্যসচিবের গতকাল শিলচরে এসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবরে সাময়িক জানাচ্ছে:

হেলিকপ্টারে ঝটিকা সফর – শিলচরে বৈঠকে মুখ্যসচিব ডিজিপি, নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকার নির্দেশ

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর:

আইনশৃঙ্খলা নিয়ে ডিসি-এসপির সঙ্গে বৈঠক মুখ্যসচিবের- এনআরসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করলে গ্রেফতার : ডিজিপি

নাগরিকত্ব বিল নিয়ে কংগ্রেস-বিজেপি চাপানউতোরের খবরের সাময়িক প্রসঙ্গ লিখেছে :

ভাগ্য ক্রমে সাংসদ হয়েছেন সুস্মিতা! কটাক্ষ করলেন রাজদীপ। নাগরিকত্ব নিয়ে বিজেপির সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী: কবীন্দ্র

সাময়িকের আরো কয়েকটি খবর :

  • জিএসটি:প্রতিমাসে ৭৫৯ কোটি টাকা করে দিচ্ছে কেন্দ্র
  • সাংবিধানিক বেঞ্চ গঠন চেয়ে সম্মিলিত মহাসঙ্ঘের অনশন
  • মোদি-চোকসির বিরুদ্ধে ‘রেড কর্নার’ জারি ইন্টারপোলের।

দৈনিক প্রান্তজ্যোতি এ‍্যাঙ্কর নিউজে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে জানাচ্ছে:

২০-এর মধ্যেই রাজ্যের সব সড়ক নির্মাণ :সর্বানন্দ

আরো কয়েকটি খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে:

  • বরাকের একাংশ ঠিকাদারকে কে হুঁশিয়ারী দিলেন হিমন্ত
  • কর্মচারীদের চিকিৎসা প্রকল্প ২ অক্টোবর
  • আফগানিস্তানে মৃত ১৯ শিখ
  • রোহিঙ্গা শিবিরে রাষ্ট্রসঙ্ঘের প্রধান, শুনলেন নির্যাতনের বিবরণ

তিনে এর পাতায় প্রান্তজ্যেতি ছবি সহ বক্স করে জানাচ্ছে:

বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে উত্তাল নিলামবাজার- লিখিত মুচলেকা দিয়ে কাজ শুরুর প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার

দুই এর পাতায় সাময়িকের খবর :

কাল থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘট ছাত্র সংসদের

বিশ্বকাপ ফুটবলে গতকাল ব্রাজিল ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। এই খবরকে দ্বিতীয় শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে:

সাম্বার ছন্দ নেইমার আর ব্রাজিল

প্রান্তজ্যোতি প্রথম পাতায় বক্স করে জানাচ্ছে:

ব্রাজিলে বাজল রিও কার্নিভালের সুর

প্রথম পাতায়ই সাময়িকের এ্যাঙ্কর প্রতিবেদন:

মেক্সিকোর মস্তানি নয়, চলল সাম্বা মিউজিক- নেইমার জাদুকরিতে কোয়ার্টারে ব্রাজিল।

খেলার পাতায় বিশ্বকাপে আজকের খেলার খবরে সময়িক লিখেছে :

ইংল্যান্ডকে আজ পরীক্ষার মুখে ফেলতে পারে ফেলতে তৈরি কলম্বিয়া

বিশ্বকাপ ফুটবলে আজ :

  • সুইডেন বনাম সুইজারল্যান্ড ৭-৩০ মিনিট
  • কলম্বিয়া বনাম ইংল্যান্ড রাত ১১-৩০ মিনিট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.