Also read in

আজকের শিরোনাম : খাসপুর কে পর্যটন সার্কিটে আনতে কেন্দ্রকে ১০০ কোটির প্রস্তাব রাজ্যের ।। মুখ্যমন্ত্রীর সফর, চলছে যুদ্ধ কালীন সড়ক সংস্কার

সুপ্রভাত ! আজ সোমবার, ২৩শে জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ৬ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বাসগৃহে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আজ সবগুলো পত্রিকা প্রায় একই শিরোনামে লিড করেছে।

যুগশঙ্খের মুখ্য শিরোনাম :

এনআরসি-ছুট কাউকে এখনই ডিটেনশন ক্যাম্পে নয় : রাজনাথ – দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ :

মুখ্যমন্ত্রী সহ গোটা টিম দিল্লিতে, রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা- এনআরসিতে বাদ পড়াদের নাগরিকত্ব প্রমাণের খরচ বহন করবে কেন্দ্র ।। আইন-শৃঙ্খলা, সব পক্ষের সহযোগিতা চাইলেন সর্বা

প্রান্তজ্যোতি জানাচ্ছে:

এনআরসি ছুটদের ডিটেনশন ক্যাম্পে ঠেলা হবে না : রাজনাথ ।। উস্কানি না দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর ।। খসড়ায় বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদনে দুমাস সময় দাবি সিপিএমের

দ্বিতীয় শিরোনামে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের খবরে যুগশঙ্খ জানাচ্ছে :

মোদি সরকার বিপজ্জনক, শুরু পতনের কাউন্টডাউন: সোনিয়া ।। জোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাহুলকে দায়িত্ব

একই প্রসঙ্গে সাময়িকের খবর:

কংগ্রেস ভোটে যাবে জোট গড়েই, সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির।। শেষ কথা বলবেন রাহুল গান্ধী, দায়িত্ব দিল সিডাব্লিউসি

এনআরসি নিয়ে অন্য একটি খবরে সাময়িক জানাচ্ছে :

আজ থেকে এনআরসির ওয়েবসাইটে দেখা যাবে দাবি-আপত্তি পত্রের নমুনা

এ‍্যাঙ্কর নিউজে সাময়িকের প্রতিবেদন :

ভুয়ো ফেসবুকের জেরে নাজেহাল অবসরপ্রাপ্ত শিক্ষিকা, তদন্তে পুলিশ

সাময়িকের আরো কয়েকটি খবর :

  • পুলিশ কমিশনারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, ধৃত ১
  • জিরিঘাটে বাজেয়াপ্ত নেশার ট্যাবলেট, পাচারকারী মনিপুর পুলিশের ৪ কমান্ডো!
  • জিএসটি কমলো ৮৮ টি পণ্যসামগ্রীতে
  • প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করলেও নির্বাচনে মানুষ রাহুলকে প্রত্যাখ্যান করবেন, কটাক্ষ বিজেপির
  • উড়িশ‍্যায় বন্যার পরিস্থিতি, পুরীতে ডুবল রথের চাকা

প্রান্তজ্যোতি এ‍্যাঙ্করে জানাচ্ছে:

মহাসমারোহে উল্টো রথ উৎসব পালিত হলো কালীঞ্জর বাইপাসে

উল্টোরথের অন্য একটি খবরে বক্স করে প্রান্তজ্যোতি জানাচ্ছে :

উল্টোরথে মহিলাদের জমায়েতে বোরখা পড়ে ভিন্নধর্মী যুবক, উত্তেজনা

প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:

  • মুখ্যমন্ত্রীর সফর, চলছে যুদ্ধকালীন সড়ক সংস্কার
  • খাসপুর কে পর্যটন সার্কিটে আনতে কেন্দ্রকে ১০০ কোটির প্রস্তাব রাজ্যের
  • রহায় ‘টোলগেট চলো’ অভিযানে বাধা ওখিলকে
  • ভোটের আগে আইএসআই বিরোধী স্লোগান পাক সেনা সদরের সামনে

যুগশঙ্খের আরো কয়েকটি খবর

  • মাত্র ১৫০ আসনে লড়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন রাহুল, কটাক্ষ বিজেপির
  • ভরণপোষণ জুড়লে তিন তালাক বিলে সমর্থন: সুস্মিতা
  • ভোট পর্যন্ত সকন্যা নওয়াজকে জেলে রাখতে চাপ আইএসআইয়ের!
  • বরাকে তাপ-পারদ ৩৪.৪- ডিগ্রি , দহন জ্বালা মেটাতে আসছে বৃষ্টি

দুই-এর পাতায় প্রান্তজ্যোতির খবর:

অন্নপূর্ণা ঘাটে সেতুর দাবিতে বরাকে তিনদিনের অর্থনৈতিক অবরোধের হুমকি দিল আহ্বায়ক কমিটি

খেলার পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে :

লক্ষ্যের হাত ধরে জুনিয়র ব্যাডমিন্টনে সোনা ভারতের

বক্স করে অন্য একটি খবর :

ধোয়ারবন্দে শুরু প্রাইজমানি ফুটবল

সাময়িকের খবর :

৭ ভারতীয় টিটি খেলোয়ার কে বিমানে উঠতে দিলো না এয়ার ইন্ডিয়া

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.