Also read in

আজকের শিরোনাম : বর্ষার শুরুতেই বন্যার ধ্বনি।। হাইলাকান্দিতে জলবন্দী হাজার হাজার পরিবার। হুহু করে জল বাড়ছে বরাকে ডলু নদীতে ভেসে গেলেন মহিলা

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ১৪ই জুন, ২০১৮ খ্রিস্টাব্দ ;  ৩০শে জ‍্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ ‌।। আজ বিশ্ব রক্তদাতা দিবস

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি।

এনআরসি নিয়ে বিভিন্ন তৎপরতার খবরকে  লিড করেছে  সাময়িক প্রসঙ্গ দৈনিক যুগশঙ্খ

দৈনিক যুগশঙ্খের আট কলাম জোড়া লিড নিউজ

এক খেলায় দুই নিয়ম ! হাজেলা-ছকে টার্গেট বাঙালিরা।। উজানে অন্তর্ভুক্তির হার অধিক,  সংখ্যালঘুদের সামনে খাড়া নতুন-নতুন নির্দেশ ।।

এনআরসির কাজ এগোচ্ছে ঠিকঠাক, জানালো অগপ

সমস্যা মেটানোর দায়িত্ব হাজেলাকেই, অগ্রগতিতে সন্তুষ্ট শৈলেশ-গার্গ

সাথে আছে

হাজেলার ফরমানে উত্তপ্ত হবে অসম: দোভালকে আজমল

জ্বলবে অসম!  কোবিন্দকে বিল নিয়ে সর্তকতা অগপর

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে :

এনআরসি নিয়ে অশান্ত রাজ্যে ছুটে এলেন দিল্লির কর্তারা ।। নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসলেন সর্বাও, শুক্রবার শিলচরে আরজিআই

দোভাল, গৌবার হস্তক্ষেপ চাইল জমিয়ত

টানা বৃষ্টিতে বরাকে শোনা যাচ্ছে বন্যার পদধ্বনি, এই খবরকে লিড করেছে প্রান্তজ্যোতি এবং নববার্তা প্রসঙ্গ। এই নিয়ে প্রান্তজ্যোতির লিড নিউজ:

বর্ষার শুরুতেই বন্যার ধ্বনি- হাইলাকান্দিতে জলবন্দি হাজার হাজার পরিবার,  যোগাযোগ বিচ্ছিন্ন নং জাতীয় সড়ক

সাথে আছে

সোনাপুরে আবার ধ্বস, ১৩ ঘন্টা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক

নববার্তা প্রসঙ্গ জানাচ্ছে :

জলের তলায় জাতীয় সড়ক-যোগাযোগ বিচ্ছিন্ন অসম ত্রিপুরাবাজারিছড়ায় ত্রাণশিবিরে বহু মানুষ, খোঁজ নিলেন কৃষ্ণেন্দু, জেলাশাসক

হাইলাকান্দিতে প্লাবিত শতাধিক গ্রাম : হাই অ্যালার্ট জারি

এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে :

হুহু করে জল বাড়ছে বরাকে,  ডলু নদীতে ভেসে গেলেন মহিলা

এই প্রসঙ্গে যুগশঙ্খ জানাচ্ছে:

২৪ ঘন্টায় ১২৩ মিমি বৃষ্টি, বন্যার আতঙ্ক ছড়াচ্ছে বরাকে

প্রান্ত জ্যোতির খবর:

উমরাংশুর পানিমুরে মহিলার লাশ উদ্ধার – ছেলে ধরার নামে হত্যার সন্দেহ, আটক

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

মায়া,মমতা ছাড়াই রাহুলের ইফতার পার্টি, এলেন প্রণব

ডকমকা কাণ্ডের মূল অভিযুক্ত ‘আলফা’ গ্রেফতার : ডিজিপি ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হবে : সিদ্ধার্থ

পৃথক বড়ো রাজ্যের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

করিমগঞ্জে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা পরিমলের – বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ মন্ত্রীর

সাময়িক প্রসঙ্গের বিশেষ  প্রতিবেদন:

বাংলা দেশি মা-ছেলের বিরুদ্ধে এবার মামলা ফরেনার্স ট্রাইব্যুনালে – নোটিফিকেশনের আধারে মুক্তির পর ফের বন্দি করার তোড়জোড়

সাময়িকের আরও কয়েকটি খবর:

কংগ্রেস নেতা বকু দাম আর নেই

চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার, আরও বাড়বে জিনিসের দাম

পাথারকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মাদ্রাসা পড়ুয়ার

রাজ্যে বিকল্প সরকারের সম্ভাবনা উড়াল অগপ

আজ শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা, এই খবরকে প্রথম পাতায় বক্স করে সাময়িক ছবিসহ শিরোনাম দিয়েছে,

বিপ্লবের দেশে আজ মহারণের বোধন

খেলার পাতায় সাময়িক এর প্রতিবেদন :

বিশ্বকাপ নিয়ে বিশেষ উদ্যোগ গোল দিঘি মলে

যুগশঙ্খ ও প্রথম পাতায় খবর পরিবেশন করেছে:

লুঝনিকিতে আজ শুরু ফুটবল পার্বণ

এই নিয়ে খেলার পাতায় প্রান্তজ্যোতির শিরোনাম :

রাশিয়ায় ফুটবলের রাজসূয় যজ্ঞ শুরু আজ – উদ্বোধনী ম্যাচে রাশিয়ার সামনে সৌদি আরব

মোটামুটি এই ছিল যে আজকের স্থানীয় খবরের কাগজগুলোর শিরোনাম।  দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।‌।

Comments are closed.