Also read in

আজকের শিরোনাম : "আজ দিল্লিতে বৈঠক, ফের সচল হচ্ছে শিলচর-চট্টগ্রাম নৌপথ"

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ৭ই কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ; ২৫শে অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম,

সিবিআই কর্তাদের ছুটিতে পাঠানোর খবরকে আজ সবগুলো স্থানীয় পত্রিকা লিড করেছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

মধ্যরাতের অভ্যুত্থান! ওলট-পালট সিবিআই :: ছুটিতে পাঠানো হলো দুই বিবদমান কর্তাকে, নয়া ডিরেক্টর নাগেশ্বর রাও

সাথে আছে,

  • রাফালে তদন্তে বন্ধুদের রক্ষা করতেই বার্মা বিদায় ‘চৌকিদারের’ : রাহুল
  • সিবিআইয়ের স্বশাসনের সঙ্গে আপস! কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে আদালতে বার্মা
  • বাধ্য হয়েই হস্তক্ষেপ, বলল কেন্দ্র সরকার

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ:

মধ্যরাতে ‘অভ্যুত্থান’ সিবিআই দফতরে, ছুটিতে পাঠানো হল বর্মা, আস্থানাকে

প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে :

সিবিআই’র কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র! অলোক ভার্মার চ‍্যালেঞ্জ, শুনানী ২৬শে – তদন্তে তদারকি করবে ভিজিল্যান্স কমিশন

সাথে আছে ,

সময়োচিত ব্যবস্থা নেওয়া হয়েছে: জেটলি

দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,

আজ দিল্লিতে বৈঠক, ফের সচল হচ্ছে শিলচর-চট্টগ্রাম নৌপথ

এই প্রসঙ্গে সাময়িক লিখেছে ,

ভারত-বাংলা নৌ-সচিব পর্যায়ের বৈঠক শুরু : বদরপুরে বরাক নদীতে বন্দর, কলকাতা শিলচর প্রটোকল রুটের প্রস্তাব

মন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্যকে উদ্ধৃত করে সাময়িকের খবর,

নির্মাণ কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি পরিমলের – নদী ভাঙ্গন রোধে ২.৯৪ কোটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ধলাইয়ে

নাগরিকত্ব বিল এবং বাঙালি সমাবেশ নিয়ে বিভিন্ন খবর আজ পত্রিকাগুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। সাময়িক জানাচ্ছে,

নাগরিকত্ব বিল নিয়ে বিকল্প পথ খুঁজছেন মোদি-শাহ :: জেপিসি- সংসদে আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা রুখতে চাইছেন বিরোধীরা

গুয়াহাটিতে বাঙালি সমাবেশ রুখতে হুমকি আলফার

প্রান্তজ্যোতি রঙিন বক্সে সাংসদকে উদ্ধৃত করে জানাচ্ছে,

প্রজাতি প্রেম ভুলে নাগরিকত্ব বিলের বিরোধিতায় সুস্মিতা

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,

  • কর্ম ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় রাজনাথের নেতৃত্বে কমিটি
  • আশা কর্মীদের পরিদর্শন ফি বেড়ে ৩০০ টাকা
  • ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকার উন্নয়ন সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
  • ভূ-স্বর্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হত পিএইচডি পড়ুয়া সহ ২ জঙ্গি

সাময়িক প্রসঙ্গ অন্য একটি খবরে জানাচ্ছে,

ডায়েট অধ্যক্ষের গাড়ির ধাক্কায় রামকৃষ্ণ নগরে নিহত যুবক-দুর্ঘটনা না হত্যা, ধন্দে পুলিশ, আটক প্রভাত নাথ

প্রথম পাতায় সাময়িকের আরো কয়েকটি খবর,

  • শিলচরে ব্যাঙ্ক থেকে লুট গ্রাহকের ২ লক্ষ ৮০ হাজার টাকা
  • আরো ২৩ রোহিঙ্গাকে মায়ানমার পাঠানো হচ্ছে
  • রাজ্যের চা শ্রমিকদের বার্ধক্য পেনশন, মোবাইল
  • ওবামা ক্লিনটনের বাড়ি থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য
  • বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান -সিওল শান্তি পুরস্কার পেলেন মোদি

দুই এর পাতায় প্রান্তজ্যোতির খবর,

পুর এলাকায় ট্রাভেলারের দৌরাত্ম্য প্রতিরোধে ১ নভেম্বর পথে নামবে কাছাড় প্রতিবাদী মঞ্চ

তিনের পাতায় প্রান্তজ্যোতির খবর,

করিমগঞ্জ সরকারি হাসপাতালের দুর্দশা নিয়ে কৃষ্ণেন্দুর ভূমিকায় বাড়ছে ক্ষোভ

ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের ম্যাচ নিয়ে প্রান্তজ্যোতি প্রথম পাতায় ছবি সহ লিখেছে,

ফাস্টেস্ট ১০হাজার ক্লাবে বিরাট

দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দল ৩২১ রান সংগ্রহ করায় ম্যাচটি টাই হয়, এই খবরে খেলার পাতায় সাময়িক জানাচ্ছে,

ভাইজাগে রোমাঞ্চকর ড্র- কোহলির পাল্টা শতরান হোপের

প্রান্তজ্যোতির খবর,

  • এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন পর্ব- পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকি: গোলশূন্য ড্র ভারতের

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.