সুপ্রভাত, আজ সোমবার, ৪ঠা কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ; ২২শে অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের খবরকে আজ সবগুলো পত্রিকা লিড করেছে।
যুগশঙ্খের মুখ্য শিরোনাম ,
নেতাজীর অবদানকে উপেক্ষা, তোপ মোদীর – আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে প্রটোকল ভেঙ্গে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ:
লালকেল্লায় তেরঙ্গা, নেতাজির স্বপ্ন ‘সফল’ করলেন মোদি
সাথে আছে,
- চক্রান্ত করেই দেশকে স্বাধীন হতে দেওয়া হয়নি ১৯৪৩-এ
- সুভাষচন্দ্রের নামে জাতীয় পুরস্কার, প্রধানমন্ত্রীর ঘোষণা
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :
- একটি পরিবারের তোষামোদেই নেতাজিকে উপেক্ষা কংগ্রেসের: মোদি – বিপর্যয় মোকাবিলায় অবদানের জন্য নেতাজির নামে জাতীয় পুরস্কার ঘোষণা
- ৪৬টি সংগঠনের ডাকা আসাম বন্ধ এবং বাঙালি সমাবেশ নিয়ে বিভিন্ন খবরকে আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম ,
সরকার নিরপেক্ষ অবস্থান নিক, হুঙ্কার শীলাদিত্যের – বাঙালি সংগঠনের সমাবেশের অনুমতি দেওয়া হবেনা : এডিজিপি ।। বিরোধিতায় কংগ্রেস, খিলঞ্জীয়া সুরক্ষা মঞ্চ
সাময়িক প্রসঙ্গ লিখেছে ,
- বাঙালি সমাবেশের অনুমতি দেওয়া হবেনা, জানাল পুলিশ- নতি স্বীকার করছে সরকার, ক্ষোভ সুকুমারের
- আসাম বন্ধের সমর্থনে কংগ্রেস
- জোট ছাড়ার হুমকি প্রফুল্ল মহন্তর
প্রান্ত জ্যোতির খবর,
- ১৭ নভেম্বর বাঙ্গালীদের মৈত্রী সম্মেলন, অনুমতি নেই সরকারের
- ২৩ অক্টোবরের বন্ধ অসমের স্বার্থের পরিপন্থী : বিজেপি
- নাগরিকত্ব বিল: যৌথ সংসদীয় কমিটিকে ফের অসমে আসার আহ্বান অগপর
দরং জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক নীরদবরণ দাসের আত্মহত্যার খবরে যুগশঙ্খ লিখেছে,
বিদেশির ভূত! আত্মহত্যা অবসরপ্রাপ্ত বাঙালি শিক্ষকের – কোন মামলা ছাড়াই ঘোষিত ‘বিদেশি’, তদন্তের আশ্বাস ডিসি-এসপির
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির শিরোনাম,
‘ডি’ আতঙ্কে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোদ দাস
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,
- মুসলিমরা রামের বংশধর, বিস্ফোরক মন্ত্রী গিরিরাজ
- রাজস্থানে বিএসএফের গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী
- ভুটানে জয়ী ডিএনটি, প্রধানমন্ত্রী লোটে শেরিং
- গোষ্ঠীদ্বন্দ্ব ও সিন্ডিকেট রাজ নিয়ে অস্বস্তিতে সরকার’
- বড় সাফল্য বাংলাদেশ পুলিশের, গ্রেফতার ৭ জঙ্গি
এ্যঙ্কর প্রতিবেদনে সাময়িক জানাচ্ছে,
পাক সন্ত্রাসবাদীর চেয়েও বেশি মাওবাদী নেতার মাথার দাম- মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করল নিয়া
প্রথম পাতায় সাময়িকের আরোও কয়েকটি খবর,
- ফের কমল পেট্রোল-ডিজেলের দাম
- হাইলাকান্দিতে রেল-সড়ক অবরোধ কাল
- দেশজুড়ে স্টেশন মন্দিরে হামলার ছক লস্করের, হুমকি চিঠিতে হাই অ্যালার্ট
- ধর্ষণের অভিযোগে নাম জড়ালো কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
গুয়াহাটিতে অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে রোহিত শর্মার ১৫২ এবং বিরাট কোহলির ১৪০ রানে ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দেয়, এই খবরে যুগশঙ্খ প্রথম পাতায় লিখেছে
রানের পাহাড়ে ওয়ানডে অভিষেক বর্ষাপাড়ার – রোহিতের দেড়শো, ম্লান শিমরনের দুরন্ত শতরান
এই প্রসঙ্গে সময়িক জানাচ্ছে ,
ঝটিকা সফরে গুয়াহাটি ঘুরে গেলেন দাদা – গৌতম রায়কে স্টেডিয়ামে না দেখে অবাক সৌরভ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.