Also read in

আজকের শিরোনাম: অস্বচ্ছ পানীয়জল, পুরসভার বিরুদ্ধে সড়ক অবরোধ স্থানীয়দের ।। এনআরসি নবায়নে চলছে পক্ষপাতিত্ব : রিপোর্ট

সুপ্রভাত ! আজ শনিবার, ১৪ই জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ২৯শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। আজ রথযাত্রা।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় খবরের কাগজগুলোর শিরোনাম।

এনআরসির খবরকে আজ মুখ্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ, সাময়িক প্রসঙ্গ এবং নববার্তা প্রসঙ্গ ।

যুগশঙ্খের লিড নিউজ :

সাদা কাগজে নতুন ‘ডি’ ভোটারদের তালিকা! খসড়া থেকে নাম কর্তনের চাপ- খসড়া প্রকাশের মুখে ধুবড়ি, নগাঁও,মরিগাঁও, বিশ্বনাথ ইত্যাদি জেলায় নতুন বিভ্রান্তি।

সঙ্গে আছে

  • এবার ত্রিপুরার শরণার্থী কার্ড -জিপি সার্টিফিকেট বাতিল
  • একতরফা ভাবে চলছে এনআরসি! অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির – বাদ পড়বে ৩৫ লক্ষ নাম

সাময়িকের ৮ কলাম জোড়া শিরোনাম:

এনআরসি নবায়নে চলছে পক্ষপাতিত্ব: রিপোর্ট। বিদেশী চিহ্নিতকরণের গোটা প্রক্রিয়ায় চরম বৈষম্য আর অবিচার, অসমে অনুসন্ধান চালিয়ে বলল ইউএএইচ

সঙ্গে আছে

  • এনআরসি কর্তৃপক্ষের রহস্যময় ফরমান- কাগজে তালিকা ধরিয়ে নাম কাটতে এলআরসিআরদের নির্দেশ
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বক্তব্য উদ্ধৃত করে আছে :
  • এনআরসির চূড়ান্ত খসড়ায় যাদের নাম থাকবে না, তাদের কি হবে প্রশ্ন গগৈর – পৃথক রাজ্যের দাবিতে সায় নেই

নববার্তা প্রসঙ্গের শিরোনাম:

এনআরসির কাজে নিরপেক্ষতা নেই, বলল তথ্য অনুসন্ধানী দল

গতকাল পাকিস্তানের বালুচিস্তানে দুটি জনসভায় বিস্ফোরণের খবর কে আজ লিড করেছে দৈনিক প্রান্তজ্যোতি। শিরোনাম :

পাকিস্তানে নির্বাচনী জনসভায় বিস্ফোরণ, হত ৯০

আব্দুল আহাদ চৌধুরী কাণ্ডে প্রান্তজ্যোতির খবর:

ভূ – কয়লা মাফিয়াকাণ্ডে উপযুক্ত তদন্ত হবে : এসপি ।। আহাদের কাছ থেকে যারা টাকা নিয়েছেন তাদের রাতের ঘুম উবে গেছে

দুর্গন্ধময় পানীয় জল সরবরাহের প্রতিবাদে গতকাল ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা হাসপাতাল রোডে সড়ক অবরোধ শামিল হন এই খবরে প্রান্তজ্যোতি ছবিসহ জানাচ্ছে:

অস্বচ্ছ পানীয় জল, পুরসভার বিরুদ্ধে সড়ক অবরোধ স্থানীয়দের

প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :

  • শিলচরে চালানি মাছের বিরুদ্ধে অভিযান
  • লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়ম
  • তিনদিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন রাজনাথ
  • বাদল অধিবেশনে ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি

যুগশঙ্খ এ‍্যাঙ্কর নিউজে সিরিয়াল কিলার বিকাশ দাস অরফে বুবুর পুলিশি জেরার খবরে জানাচ্ছে :

চলন্ত ট্রেনে সিরিয়াল কিলার – তৃতীয় খুনের আগে পুলিশের জালে বিপিন

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে:

লক্ষ্য ২০১৯, নির্বাচনে বিজেপির ভরসা মোদীই- ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে পঞ্চাশটি সভা করবেন প্রধানমন্ত্রী

২ এর পাতায় সাময়িকের খবর :

১ কুইন্টাল আমদানি মাছ উদ্ধার শিলচরে

তিনের পাতায় সাময়িক জানাচ্ছে:

অধ্যাপক তপোধীর বাবুকে সমর্থন জানিয়ে বাঙ্গালীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক হাইলাকান্দিতে

বিশ্বকাপ ফুটবলের আজকের অনুষ্ঠিতব্য তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের খেলার খবরে প্রথম পাতায় সাময়িক লিখেছে:

হতাশার মঞ্চে আজ শেষ লড়াইয়ে ইংল্যান্ড- বেলজিয়াম

খেলার পাতায় যুগশঙ্খের শিরোনাম :

স্বপ্নভঙ্গের আবহতেই তৃতীয় স্থানে চোখ ইংল্যান্ড- বেলজিয়ামের

অনূর্ধ্ব ২০ অ্যাথলেটিকসে সোনা জয়ী অসমের সোনার মেয়ের খবরে যুগশঙ্খ লিখেছে :

সেরা পারফরম‍্যান্স না করেও সোনা জিতলেন হিমা

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিলাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.