Also read in

আজকের শিরোনাম: কে তপোধীর ভট্টাচার্য? নামই শুনিনি :হিমন্ত।।শিলচরে তীব্র যানজটের জন্য দায়ী পুলিশ: পুরপতি ।।

সুপ্রভাত ! আজ রবিবার, ৮ই জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ২৩শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতকাল ইংল্যান্ড সুইডেনকে ২-০ গোলে এবং ক্রোয়েশিয়া রাশিয়াকে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে।

এই খবরই সবগুলো পত্রিকায় শিরোনামে উঠে এসেছে। দৈনিক প্রান্তজ্যোতি ৮ কলাম জুড়ে সুপার এ‍্যাঙ্করে লিখেছে :

সিংহের গর্জনে ময়দানচ‍্যুত সুইডেন।

সাময়িক ও প্রথম পাতায় বক্স করে লিখেছে :

টাইব্রেকারে জিতে সেমিতে ক্রোয়েশিয়া।। ইতি !!রুশ বিপ্লব
যুগশঙ্খ ও প্রথম পাতায় সুপার এ‍্যাঙ্করে লিখেছে:

রাশিয়ার রাশ টেনে সেমিফাইনালে ক্রোয়েশিয়া- মাথা খাটিয়ে শেষ চারে ইংল্যান্ড

গতকাল শঙ্করদেব কলা ক্ষেত্রে নবনিযুক্ত নার্সদের নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে
স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য গুরুত্ব সহকারে উঠে এসেছে সবগুলো পত্রিকায়। সাময়িক প্রসঙ্গ লিখেছে

জনসংখ্যা নীতি চালু হচ্ছে,রাজ্যে ইঙ্গিত হিমন্তের – তৃতীয় সন্তানের জন্ম দিলেই চাকরি যাবে।। বাবা মাকে যারা দেখেন না, তাদের বেতনের ১০ থেকে ১৫ শতাংশ কেটে নিতে আসছে আইন।

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে:

বাবা-মাকে অবহেলা প্রণাম আইনে ব্যবস্থা নেবে সরকার :হিমন্ত

এনআরসির খবরে সময়িক বক্স করে লিখেছে :

৪০ লক্ষ নাম বাদ পড়ছেই, রাজধানীতে জল্পনা।। হাজেলার কাজে ‘খুশি’ জামাত ।। কে তপোধীর ভট্টাচার্য ? নামই শুনিনি: হিমন্ত

কংগ্রেসকে কটাক্ষ করে রাজস্থানে প্রদত্ত প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে যুগশঙ্খ জানাচ্ছে:

জামিনে নেতারা! কংগ্রেস এখন ‘বেল-গাড়ী’ : মোদি

বিধায়ক নিজাম উদ্দিনের ধর্ষণ বিতর্কের’ খবর আজও সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। সাময়িকের শিরোনাম :

গৃহবধূর বয়ান নিল আদালত, ধর্ষিতার পরিবারের নিরাপত্তা চাইল বিজেপি।। সাজানো মামলা, বলল ইউ ডি এফ।

এক বিশেষ প্রতিবেদনে সাময়িক জানাচ্ছে :

দেশের ৫০ শতাংশের বেশি প্রবীণ অবহেলার শিকার, নিঃসঙ্গ- সমীক্ষায় ধরা পড়ল করুন ছবি

সাময়িকের আরও কয়েকটি খবর :

  • ডিটেনশন ক্যাম্পে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সরব কংগ্রেস
  • ধর্ষণ, প্রতারণার মামলা, জামিন পেলেন মিঠুনের স্ত্রী ও ছেলে
  • প্রবেশাধিকার দায়িত্বে এনটিএ, এবার থেকে বছরে ২ বার অভিন্ন মেডিকেল জয়েন্ট (মেইন)

কাগজকলের খবরে যুগশঙ্খ লিখেছে :

  • কাগজ কল ফের চালুর চেষ্টা চলছে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতি লিখেছে :
  • ২৩ লক্ষ পরিবারকে বিদ্যুৎসংযোগ : যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর

আরো কয়েকটি খবর:

  • পঞ্চায়েত সমূহ ভেঙ্গে দিল রাজ্য সরকার, নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর
  • জঙ্গি দমনে বাধা, সেনার গুলিতে খতম ৩ পাথর নিক্ষেপকারী
  • আবারও দাম বাড়লো পেট্রোল-ডিজেলের
  • চা শ্রমিকদের বীমা যোজনা ও দৈনিক মজুরি ৩০ টাকা বৃদ্ধি
  • কলাশিব থেকে ফিরিয়ে দেওয়া হলো অমিজোদের টিপার, লায়লাপুরে দিনভর সড়ক অবরোধ

ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়া শতায়ু বৃদ্ধার খবরে যুগশঙ্খের প্রতিবেদন:

জানেন না কেউই! মামলা চললেও উধাও উনমতি বালা-রাধিকা

তিন এর পাতায় সাময়িক প্রসঙ্গের দুটি খবর :

  • শিলচরে তীব্র যানজটের জন্য দায়ী ট্রাফিক পুলিশ: পুরপতি
  • শন বিলে নিখোঁজ আরও এক যুবকের লাশ উদ্ধার

৩ এর পাতায় প্রান্তজ্যোতির খবর:

বরাকের বাঙ্গালীদের দুর্দশার কথা দিল্লি পৌঁছয় না : নেলকো।। তপোধীর ভট্টাচার্যের পূর্ণ নিরাপত্তা দাবি সিআরপিসির

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!