সুপ্রভাত, আজ শনিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ১৫ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আজ ও স্থানীয় পত্রিকা গুলোর সিংহভাগ জুড়ে রয়েছে।
দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
শিলচরে বিজেপি, হাইলাকান্দিতে সভানেত্রী ফারহানা! বিজেপি ১৬ কংগ্রেস ১০! কাছাড়ে চেয়ারম্যান শশাঙ্ক, রামকৃষ্ণ না অমিতাভ! জোর চর্চা :: পত্নীকে চেয়ারপারসন করে রাশ হাতে রাখছেন সুজাম :: করিমগঞ্জে সভাপতি পদে এগিয়ে আশিস, পেছনে হেলাল- শংকর
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
কাছাড়ে বিজেপির জয়জয়কার, লড়ল কংগ্রেসও ।। কংগ্রেসের ১০, গণনা চলছে ১টির- ১৬ আসন নিয়ে জেলা পরিষদ গড়ছে বিজেপি
দ্বিতীয় শিরোনামে সাময়িক লিখেছে,
- কাছাড় জেলা পরিষদ – চেয়ারম্যান পদের দৌড়ে কসরত শুরু শশাঙ্ক-রামকৃষ্ণ ও অমিতাভ শিবিরের।। কাছাড়ে জিপি সভাপতি এবং এপি সদস্য পদেও দাপট বিজেপির
- হাইলাকান্দি জেলা পরিষদ কার, স্পষ্ট হবে আজ :: ঘাড়মুরা- জামিরায় এক বুথে আজ ফের ভোট
সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,
ভৈরব নগরে জিততে জিততে হারলেন কংগ্রেসের অঞ্জলি! করিমগঞ্জে কংগ্রেসই গরিষ্ঠ, বোর্ড গঠন নিয়ে জল্পনা
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,
অধিকাংশ পঞ্চায়েতের রাশ বিজেপির হাতেই- ভোটের ফল প্রকাশে প্রশাসনের ঢিলেমি
তবে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
রাফাল চুক্তিতে গলদ নেই: সুপ্রিম কোর্ট -আদালতের আদেশে স্বস্তিতে কেন্দ্র ।।রাহুল ক্ষমা চান -অমিত
এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে,
রাফায়েল চুক্তিতে গলদ নেই, সুপ্রিম রায়ে স্বস্তিতে কেন্দ্র :: চৌকিদারই চোর, প্রমাণ করে দেবো, রায় শুনে রাহুল
অন্যান্য খবরে সাময়িক লিখেছে,
- এবারের জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অমিতাভ ঘোষ
- ভোপালে সোমবার শপথ কমল নাথের
- রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন গেহলট, উপমুখ্যমন্ত্রী শচীন
- প্রদেশ সভাপতি পদে রিপুনের পদত্যাগ দাবি উঠল কংগ্রেসেই
- কংগ্রেস এখন মুসলমানের দল হয়ে উঠেছে: মমিনুল
এনআরসি প্রসঙ্গে যুগশঙ্খের খবর,
তারিখ নয়, আইনত বৈধ লিংকেজ নথি গ্রহণ করুন, জেলা শাসকদের হাজেলা।। সেবা কেন্দ্রে বাড়ছে ভিড়, আপত্তি দাখিল শুরু ডিসি অফিসে
তিনের পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
হাফলঙে বোর্ড পরীক্ষার সমাজ বিজ্ঞানের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,
দেশভাগের শিকারদের নিয়ে স্বাভাবিক দুশ্চিন্তা
সাময়িকের সম্পাদকীয়,
কর্তা-নির্ভরতার আগল ভাঙুন মহিলা প্রতিনিধিরা
যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
পঞ্চায়েত নির্বাচন
এবং
মিথ শুধু মিথ
খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের খবরে যুগশঙ্খ লিখেছে,
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টক মিষ্টি বোলিং টিম ইন্ডিয়ার- ব্যাটসম্যানদের লড়াইয়ে ওয়াকায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে অস্ট্রেলিয়া
শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশন ক্রিকেট লিগের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
জয় দিয়ে যাত্রা শুরু ক্লাব ওয়েসিসের
সময়িক বক্স করে জানাচ্ছে,
বিয়ে সারলেন সাইনা-কাশ্যপ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.