Also read in

আজকের শিরোনাম: সোশ্যাল মিডিয়ায় বাঙালি হিন্দুর বিরুদ্ধে এত গালিগালাজ কেন, প্রশ্ন হিমন্তের

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ১৭ই জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ; ২রা মাঘ,১৪২৫ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

আসামের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে মুখ‍্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ, প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ ।

দৈনিক প্রান্তজ্যোতির লিভ নিউজ,

জাতিকে বিক্রি করার ধৃষ্টতা আমার নেই: মুখ্যমন্ত্রী – ‘অসম আন্দোলনের বিরোধিতা করেছিল আজ তারাই রাজ্যে অশান্তি সৃষ্টি করছে’

সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

সোশ্যাল মিডিয়ায় বাঙালি হিন্দুর বিরুদ্ধে এত গালিগালাজ কেন, প্রশ্ন হিমন্তর

সাথে আছে,

দিল্লিতে কংগ্রেস চালাচ্ছে গান্ধী পরিবার, অসমে গগৈ আর হাফলঙে লাংথাসা

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

সংরক্ষণ কমিটিতে সামিল হন, আসুকে সর্বানন্দ

যুগশঙ্খের অ্যাংকর প্রতিবেদন,

বিল বালাই, অবস্থান পাল্টাচ্ছে কাছাড় এআইইউডিএফ- ব্রাত্য আতাউর! ড্যামেজ কন্ট্রোলে রবিবার বরাকপারে পাল্টা সমাবেশ সুস্মিতা শিবিরের

কর্নাটকে জোট সরকারের সংকট নিয়ে যুগশঙ্খের খবর,

ঘোড়া কেনা-বেচা: বিধান পরিষদীয় দলের বৈঠক ডাকলো কংগ্রেস ।। সরকার ফেলার চেষ্টা করছেন ইয়েদ্দি: কুমারস্বামী

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • সোয়াইন ফ্লু’র সংক্রমণ, এইমসে ভর্তি অমিত শাহ
  • সর্বানন্দের ওপর থেকে আস্থা হারিয়েছেন মানুষ: তরুণ গগৈ
  • রাজ্যবাসীর পাশে রয়েছি :অগপ
  • ৬ জনগোষ্ঠীর উপজাতি স্বীকৃতিতে কখনোই সমর্থন নয়, সাফ জানাল আবসু
  • মহাজোটে ধাক্কা! মমতার ব্রিগেডে আসছেন না সোনিয়া-রাহুল
  • প্রজাতন্ত্র দিবসের আগেই নয়া সিবিআই ডিরেক্টর, কমিটি গড়ল কেন্দ্র

প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বাতিল বিজেপির, বাংলা চষে জনসভা করতে আসছেন অমিত

অ্যাঙ্কর প্রতিবেদনে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

পরিবার কেন্দ্রিক রাজনীতির দিন ফুরিয়েছে: হিমন্তবিশ্ব শর্মা- স্বশাসিত পরিষদ নির্বাচনে বিজেপি ২৪টি আসন দখল করবে: সিইএম

প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে,

শিখরে বাঙালি, সাত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয়ে বিশ্ব রেকর্ড সত্যরূপের

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • নুমালিগড় শোধনাগারে ২২,৫৯৪ কোটির বিনিয়োগে সায় কেন্দ্রের
  • হাসিনার বিদেশ মন্ত্রীর প্রথম সফর ভারতে
  • শীলা দীক্ষিতের অনুষ্ঠানে জগদীশ টাইটলার, ফের বিতর্কে কংগ্রেস
  • অসম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী বিরাজ কুমার শর্মা প্রয়াত

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে, এই খবর আজ স্থানীয় সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাময়িক লিখেছে,

নাগরিকত্ব বিলের ভবিষ্যৎ কী, দেখতে চাইছে সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে সাময়িকের খবর,

চাকরি অঢেল, কেউ করতেই চাননা: জাবড়েকর

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • নাগরিকত্ব বিল নিয়ে বিজেপিতে বিদ্রোহ, এবার তালিকায় দেবানন্দ
  • আফগান সাংসদদের দেখে গণতন্ত্র রক্ষার বার্তা দিলেন রাহুল গান্ধী!
  • বিজেপি ছাড়লেন গেগঙ আপাং, যাচ্ছেন তৃণমূলে
  • যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, সতর্ক করল পেন্টাগন
  • নিজের ছেলেকে উপদেষ্টা করলেন শেখ হাসিনা

তিনের পাতায় প্রান্তজ্যোতি খবর,

বোয়ালজোরে মন্দিরের রাস্তার নামে নদী বাঁধ ভাঙ্গন, পশ্চিম শিলচরে আতঙ্ক

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

আমাদের সেনা, আমাদের গর্ব

সাময়িকের সম্পাদকীয়

ভোট রাজনীতিতে পণবন্দি বাঙালি

যুগশঙ্খের দুটো সম্পাদকীয়, প্রথমটি

ক্রিকেটীয় নৈতিকতা

দ্বিতীয়টি

ক্যান্সারেও আছে অ্যান্সার

খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচের খবরে সাময়িক লিখেছে,

দুর্দান্ত শতরান ‘ক্যাপ্টেন হট’ বিরাটের – ধোনি ম্যাজিকে সিরিজে সমতায় ফিরলো টিম ইন্ডিয়া

বাহারিন এর কাছে ০-১ গোলে হেরে এশিয়ান কাপ থেকে ছিটকে গেল ভারত, এই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

শেষ মুহূর্তের ভুলে এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের, সরে দাঁড়ালেন কনস্টানটিন

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.