ঐতিহ্যবাহী ইটখলা ঈদগাহ ময়দানে বন্যার জল প্রবেশ করায় আগামীকাল ওই স্থানের পরিবর্তে বড় মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
পবিত্র রমজানে ১ মাস রোজা বা সিয়াম সাধনার পর আগামীকাল সমগ্র দেশের সাথে বরাক উপত্যকায়ও ঈদ-উল-ফিতর পালন করা হবে। কাছাড় জেলা হিলাল কমিটি ও শিলচর বড় মসজিদ কমিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে মেঘলা আকাশ থাকায় কাছাড় জেলায় ঈদের চাঁদ দেখা না গেলেও দেশের অন্যান্য স্থানে চাঁদ দেখা গেছে, তাই আগামীকাল ঈদ-উল-ফিতর পালন করা হবে।
এদিকে শিলচর বড় মসজিদ কমিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার ঐতিহ্যবাহী ইটখলা ঈদগাহ ময়দানে বন্যার জল প্রবেশ করায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে সকাল সাড়ে নয়টায় শিলচর বড় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনায় থাকবেন বড় মসজিদের ইমাম মওলানা সাব্বির আহমেদ লস্কর।
এছাড়া কনকপুর ঈদগা ময়দান, ধনিপুর ঈদগা ময়দান, তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ,কারখানা মসজিদ,কাছাড়ি মসজিদ সহ জেলার সব ঈদগায় নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
হাইলাকান্দি শহরে কাছাড়ি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, পরিচালনা করবেন তৈবুর রহমান লস্কর। কাটলীছড়া বাহ স্ট্যান্ড ঈদগাহ ময়দানে নামাজ পরিচালনা করবেন সারিমুল হক লস্কর।
করিমগঞ্জ জেলায়ও আগামীকাল যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল-ফিতর পালন করা হবে। করিমগঞ্জ টাউন ঈদগাহ’তে ঈদের নামাজ পরিচালনা করবেন ড: মৌলানা মোবাস্সির আলি।
আশা করা যাচ্ছে এই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ইসলাম ধর্মীয় জনগণ তাদের ধর্মীয় অনুষ্ঠান ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন করতে পারবেন।
Comments are closed.