বেপরোয়া লরির ধাক্কায় সাত সকালে মারা গেলেন 'তুফান মাসি'
বেপরোয়া লরির ধাক্কায় সাত সকালে মারা গেলেন ‘তুফান মাসি‘
আজ সাতসকালে লরির ধাক্কায় প্রাণ হারালেন ন্যাশনাল হাইওয়ের ‘তুফান মাসি’। গৌড়ীয় মঠের সামনে আজ সকাল ছটায় দূর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
বেপরোয়াভাবে লরি চালানোর ফলে ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রায় জনশূন্য রাস্তায় কি করে এই দুর্ঘটনা ঘটল তা কেউ বলতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত লরিটির সন্ধান পাওয়া যায়নি।
মৃতের আসল নাম লক্ষী চৌধুরী হলেও ঐ এলাকায় তিনি তুফান মাসি হিসেবে সবার কাছে পরিচিত। আট- দশটা বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে তার জীবিকা নির্বাহ হত । আজ ও রুটিনমাফিক কাজে যাবার সময় এই ঘটনাটি ঘটে।
খুব দ্রুত কাজ সেরে নিতে পারতেন এবং কাজের তাগিদে খুব তাড়াতাড়ি এ বাড়ি ও বাড়ি ছোটাছুটি করতেন বলে সবাই তাকে তুফান মাসি বলে ডাকত। ফলে তাঁর আসল নাম সবাই ভুলেই গেছে।
স্বভাবে খুব সরল সোজা ছিলেন বলে সবাই খুব ভালোবাসত। অবিবাহিত নক্ষ্মী চৌধুরী নিজের বোনঝির সঙ্গে ন্যাশনাল হাইওয়ের পল্লীশ্রী লেনে বসবাস করতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৭ বছর।
Comments are closed.