
শিলচর থেকে ইয়ুথ অলিম্পিকের টর্চ রেলির যাত্রা শুরু, হাইলাকান্দি ও করিমগঞ্জেও হল টর্চ রেলি
মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো ইয়ুথ অলিম্পিকের টর্চ রেলি। অসম অলিম্পিক সংস্থার(এ ও এ) মোট পাঁচটি দল পৃথক পৃথক ভাবে বিভিন্ন জেলায় এই রেলি করেছে। দক্ষিণ অসম জোনের বরাক উপত্যকায় আজ টর্চ রেলি হয়েছে। এর দায়িত্বে ছিলেন সংস্থার কার্যকরী সদস্য জহিরুল হক। বরাকে টর্চ রেলি যাত্রা শুরু করেছে শিলচরের সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম থেকে। মঙ্গলবার সকালে। রেলি স্টেডিয়াম থেকে বেরিয়ে শহর শিলচরের সেন্ট্রাল রোড, নাজিরপট্রি, প্রেমতলা পয়েন্ট হয়ে হাসপাতাল রোড দিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্টে শেষ হয়। সেখানে শিলচর ডি এস এ র সভাপতি বাবুল হোড় ও সচিব বিজেন্দ্র প্রসাদ সিং আনুষ্ঠানিক ভাবে ইলেকট্রনিক অলিম্পিক টর্চ সমঝে দেন এওএ র প্রতিনিধি জহিরুলের হাতে।
সকালেই স্টেডিয়ামে এই টর্চ শিলচর ডি এস এ র কর্মকর্তাদের হাতে তুলে দেন এওএ প্রতিনিধি। শিলচরের সভাপতি ও সচিব উভয়ে তা তুলে দেন জাতীয় স্কুল দলের প্রাক্তন ফুটবলার মৃণালকান্তি রায়ের হাতে। ফলে টর্চ হাতে দৌড়ের যাত্রা করেন মৃণাল। পরবর্তীতে সেটা উর্মিলা চ্যাটার্জি, সোনা সিনহা, অসীম চক্রবর্তী, যাদব পাল, আশুতোষ রায়, নন্দদুলাল রায়, সুজয় দত্তরায়, সুজন দত্ত, অনিমেষ সেনগুপ্ত, অজয় চক্রবর্তী, অরিজিৎ গুপ্তর হাত দিয়ে পৌঁছয় সভাপতি বাবুল হোড় ও সচিব বিজেন্দ্র প্রসাদ সিংয়ের কাছে।
এর আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। শিশু শিল্পী মেঘা কানুর গনেশ বন্দনার মাধ্যমে। পরবর্তীতে মৃগাঙ্গ বাদ্য পরিবেশন করে শব্দব্রহ্ম ক্লাব। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় জেলার চার প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়কে। এঁরা হলেন প্রাক্তন ফুটবলার মৃণালকান্তি রায়, অসীম চক্রবর্তী, যাদব পাল ও সেপাকটাকরো খেলোয়াড় থইনু চানুকে। আসেননি সাঁতারু দীনমণি সিং। তাদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি প্রথম ইয়ুথ অলিম্পিকের সাফল্য কামনায় শুভেচ্ছা বার্তা প্রতিনিধির হাতে তুলে দেয় শিলচর ডি এস এ।
বক্তব্য রাখার সময় সচিব বিজেন্দ্র টর্চ রেলি শিলচর থেকে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য অসম অলিম্পিক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাতটি ইভেন্টে মোট ৬০ জনের দল পাঠাচ্ছে শিলচর। আসরে শিলচর ভাল ফল করবে বলে মনে করেন। তাঁর মতে, ফলের চেয়ে বড় হল অংশ গ্রহণ। শিলচর থেকে টর্চ রেলি যাত্রা শুরু করায় সন্তোষ প্রকাশ করে সভাপতি বাবুল হোড়।বলেন, সাতটি ইভেন্টে শিলচর ছাড়পত্র পেয়েছে। খেলোয়াড়দের আগাম শুভেচ্ছা জানান তিনি।
এদিকে, শিলচরের পর এদিন হাইলাকান্দি ও করিমগঞ্জে ও টর্চ রেলি সম্পন্ন হয়। বরাক উপত্যকায় টর্চ রেলি সম্পন্ন করে বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় এ ও এর প্রতিনিধি দল।
Comments are closed.