Also read in

চাঁদা নিয়ে করিমগঞ্জে দোকানদার এবং দুর্গাপূজার আয়োজকদের মধ্যে ঝামেলা: এফ আই আর

গতকাল রাতে করিমগঞ্জের ছন্তর বাজার এলাকায় দোকানদার এবং স্থানীয় দুর্গাপূজার আয়োজকদের মধ্যে ঝামেলা শুরু হয়। স্থানীয় দোকানদাররা করিমগঞ্জ সদর থানায় পঞ্চ প্রদীপ ক্লাবের দুই ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক এজাহার দায়ের করেছেন। স্থানীয় দোকানদারদের অভিযোগ, পঞ্চ প্রদীপ ক্লাবের সদস্যরা জোরপূর্বক দুর্গা পূজার চাঁদা আদায় করে থাকে; চাঁদা দিতে না পারলে তাদের দোকান তালাবদ্ধ করার হুমকি দেয় এবং গালিগালাজ করে। বাজার কমিটি স্থানীয় শাসক দলের নেতা রাজু সিংহ এবং শিক্ষক সজল দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

করিমগঞ্জ পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেছে এবং তাদের ক্ষোভ নিরসনের আশ্বাস দিয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাক বুলেটিনকে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে এবং বিষয়গুলি সমাধান করা হবে।”

 

ছন্তর বাজারের ব্যবসায়ীদের মতে, পঞ্চ প্রদীপ ক্লাব গত ২০-২৫ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে, এবং তারা প্রতি বছরই ক্লাবের চাঁদা দিয়ে আসছে। কিন্তু কোভিড মহামারী এবং লকডাউনের কারণে বর্তমানে তাদের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না এবং অনেকেই বিশাল পরিমাণ ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। স্থানীয় দোকানদারদের মতে, পঞ্চ প্রদীপ ক্লাবের আয়োজকরা, বিশেষ করে রাজু সিং, কাজল দাস এবং তাদের সঙ্গী সাথীরা চাঁদা সংগ্রহের নামে জুলুমবাজি চালাচ্ছে। তারা আরো অভিযোগ করেছেন যে, তাদের দাবি মতো টাকা দিতে অস্বীকার করায় রাজু সিংহ এবং কাজল দাস ছন্তর বাজার এলাকার কয়েকজন দোকানদারকে গালিগালাজ ও গণপিটুনি দিয়েছে।

Comments are closed.