Also read in

সফরসূচি বদলে আগামীকাল শিলচর আসছেন মুখ্যমন্ত্রী, মিনি সচিবালয় উদ্বোধন সহ রয়েছে বেশকিছু ঘোষণা

দুইদিনের বরাক উপত্যকা সফরে প্রথমে ২৩ ফেব্রুয়ারি শিলচর আসার কথা ছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। তবে সেটা পিছিয়ে পয়লা মার্চ করা হয়েছিল। এখন আবার পরিবর্তন হয়েছে সফরসূচিতে, এবার মুখ্যমন্ত্রী বরাকে আসবেন ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা, অর্থাৎ আগামীকাল শুক্রবার। তার ওএসডি শেখর দে খবরটি জানিয়েছেন। নির্বাচনের আগে বরাক উপত্যকায় সফরে এসে প্রথমে শিলচরে মিনি সচিবালয়ের কার্যালয় উদ্বোধন সহ উপত্যকার একঝাক নতুন প্রকল্পের ঘোষণা করবেন তিনি। এছাড়া রয়েছে করিমগঞ্জে পাওয়ার সাবস্টেশন উদ্বোধন সহ বেশ কয়েকটি অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক ভাষণে ইঙ্গিত দিয়েছেন মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তিনি কথায় কথায় ইঙ্গিত দিয়েছেন মার্চ মাসের ৭ তারিখ নির্বাচন কমিশন নির্ঘন্ট ঘোষণা করতে পারে। দিন ঘোষণার অর্থ হচ্ছে কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ এরপরে কোনও প্রকল্প ঘোষণা বা উদ্বোধন ইত্যাদি করতে পারবেন না মুখ্যমন্ত্রী। এর আগে বরাক সফরে এসে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

শিলচরে মূল অনুষ্ঠান রাখা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। শুক্রবার সন্ধ্যেবেলা শিলচর পৌঁছে রাতে সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। তখন কাছাড় কাগজ কল কর্মীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠানে বরাক উপত্যকার তিন জেলার উন্নতিমূলক এক ঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা করবেন তিনি। সঙ্গে মিনি সচিবালয়ের ছয়টি বিভাগের কার্যালয় উদ্বোধন করবেন তিনি। এরপর করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন।

করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে রয়েছে পাওয়ার সাবস্টেশন উদ্বোধন, সরস্বতী বিদ্যা নিকেতনের ভূমি পূজন এবং বিজেপি প্রয়াত নেতা রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তি উন্মোচন ইত্যাদি অনুষ্ঠান। করিমগঞ্জে বসেই অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী প্রকল্পে গড়ে ওঠা পাতারকান্দি থানার উদ্বোধন করারও কথা রয়েছে। সেখানে অনুষ্ঠান সেরে গুয়াহাটি ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.