Also read in

স্বল্প বৃষ্টিতেই পাহাড় লাইনে ধস : ট্রেন চলাচল সাময়িক ব্যাহত, এখন স্বাভাবিক

 

আজ দুপুর ১২টা নাগাদ ফাইডিং এবং মাহুরের মধ্যে ধসপতনের ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়।

এতে লামডিং যাওয়ার পথে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস, শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ও শিলচর আসার পথে শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের যাত্রা ব‍্যহত হয়ে পড়েছিলো কিছু সময়ের জন্য।

প্রায় দুটো চল্লিশ মিনিট নাগাদ ধস সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

শিলচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বিপ্লব দে আমাদের জানান, “যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দু ঘন্টার মধ্যে লাইন ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে, এখন আর কোন সমস্যা নেই।”

উল্লেখযোগ্য যে গোটা উত্তরপূর্বে ঘূর্ণিঝড় ‘ফেঠাই’র প্রভাব লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর উত্তরপূর্বে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের আশংকা প্রকাশ করেছে।

Comments are closed.