Also read in

স্বস্তি: শিলচর থেকেও ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল

বরাকবাসী জনগণ বেশ কিছুদিন ধরে দুঃখ-দুর্দশার মধ্যে দিন যাপন করছিলেন, এখন কিছুটা হলেও স্বস্তির খবর আসছে।
বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে বরাক উপত্যকার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ও পুনরায় বহাল হতে চলেছে। শিলচর বদরপুর রাস্তায় আজ থেকে ভারী যান চলাচল শুরু হয়েছে, আগামীকাল থেকে হালকা যান গুলো চলাচল করার অনুমতি দেওয়া হবে। এদিকে শিলচর থেকে রেল পরিষেবা পুনরায় চালু হতে চলেছে আগামী কাল থেকে।

বদরপুর-লামডিং অংশে গত ১৭ তারিখ থেকে পুনরায় রেল পরিষেবা চালু হলেও শিলচর- বদরপুর রেল চলাচল বন্ধ ছিল। কাটাখাল- বদরপুর অংশে বিভিন্ন স্থানে লাইনের উপর জল উঠে যাওয়ায় শিলচর বদরপুর লাইনে রেল চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। সেই সকল স্থানে জল নেমে যাওয়ার পর মেরামতির কাজ সম্পন্ন হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কাটাখাল বদরপুর ট্র‍্যাকের ফিটনেস সার্টিফিকেট পাওয়া গেছে, তাই আগামীকাল থেকে যথারীতি শিলচর থেকে সমস্ত ট্রেন চলাচল করবে।
সেই অনুযায়ী ১৫৬১২ ডাউন শিলচর গোহাটি এক্সপ্রেস ট্রেন এবং ১৫৯৪৩ আপ শিলচর-ডিব্রুগড় ট্রেন আগামীকাল যথাসময়ে শিলচর থেকে ছাড়বে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে যে কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর স্টেশনে এসে পৌঁছেছে

Comments are closed.