Also read in

আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা বনধ মানছে না ব্যবসায়ী এবং মটর মালিক সংস্থা

গত সপ্তাহে আসাম মিজোরাম সীমান্ত সমস্যার বিরুদ্ধে উপত্যকা জুড়ে বনধ পালিত হয়েছে। এবার সাউথ আসাম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন (এসএইউইএ) বেকারত্ব সমস্যার বিরুদ্ধে বুধবার উপত্যকা জুড়ে ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছে। তাদের দাবি, উপত্যকার তিন জেলায় সরকারি চাকরির ক্ষেত্রে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড পদে স্থানীয়দের ৮০ শতাংশ অধিকার দিতে হবে। তবে বনধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে উপত্যকার ব্যবসায়ী এবং মটর মালিক সংস্থাগুলো। তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, বুধবার কোনও ধরনের বনধ গ্রাহ্য করা হবে না। তারা স্বাভাবিকভাবেই দোকান খুলবেন এবং বেসরকারি যানবাহনগুলো অন্যদিনের মতোই রাস্তায় বেরোবে।

সম্প্রতি সাউথ আসাম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১২ ঘন্টার বরাক বনধ ঘোষণা করা হয়। তাদের কথায়, “২০১৬ সালের নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতিপত্রে বলা হয়েছিল যদি তারা ক্ষমতায় আসে, তাহলে বরাক উপত্যকার তিন জেলায় সরকারি চাকরির ক্ষেত্রে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড পদে স্থানীয়দের ৮০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। তবে গত পাঁচ বছরে এমনটা হয়নি, বরং উল্টোটা দেখা গেছে। বিভিন্ন সময়ে সরকারি চাকরির ক্ষেত্রে স্থানীয় যুবকরা বঞ্চিত থেকেছেন এবং বাইরে থেকে অন্যরা এসে আমাদের এলাকায় চাকরি করছে। আমরা এব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে বারবার চিঠি লিখেছি, তবে কোনও কাজ হয়নি। অনেক চেষ্টা করেও যখন সরকারের কানে কথা পৌঁছায়না,তখন আমরা বাধ্য হয়ে বনধ ঘোষণা করেছি।”

বনধের সমর্থন করছেনা উপত্যকার ব্যবসায়ী সমাজ। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তারা পরিষ্কার জানান, বনধ সমর্থন তারা করছেন না। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির ট্রেড সেল, আসাম চেম্বার অব কমার্স, সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অব অ্যাসোসিয়েশনস, এবং কাছাড় অটোমালিক কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজ্য বিজেপির ট্রেড সেলের সহ-সভাপতি বিবেক পোদ্দার বলেন, “করোনা ভাইরাস সংক্রমণের ফলে বছরের প্রায় বেশিরভাগ সময় ব্যবসা বন্ধ ছিল, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসার সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকেই। এই পরিস্থিতিতে একদিনও ব্যবসা বন্ধ রাখা যায় না। কয়েকদিন আগে সীমান্ত সমস্যা সমাধানের দাবি নিয়ে উপত্যকা জুড়ে বনধ পালিত হয়েছে, এবার আরেকটি সংগঠন বেকারত্ব সমস্যার নাম করে বনধের ডাক দিয়েছে। তারা যে সমস্যার কথা বলছেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এর জন্য আন্দোলন করতে হবে, এলাকায় বনধ ডেকে সমস্যা সমাধান হয়না। আমরা প্রত্যেক ব্যবসায়ীকে অনুরোধ করছি, আপনারা এই দাবি মানবেন না, সকলে দোকান খোলা রাখুন।”

সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অব অ্যাসোসিয়েশনসের তরফে অসিত দত্ত বলেন, “যে বিষয় নিয়ে বনধ ডাকা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এব্যাপারে ধর্না দিতে হবে নিজেদের দাবি সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। এজন্য বনধের প্রয়োজন হয় না। তারা চাইলে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন, আমরা পাশে দাঁড়াবো। তবে বনধের সমর্থন করছি না।”

কাছাড় অটোমালিক কো-অর্ডিনেশন কমিটির তরফে বিকাশ ভট্টাচার্য বলেন, “উপত্যকায় প্রায় ২০ হাজার যুবক গাড়ি চালিয়ে ঘর চালায়। বেকারত্ব সমস্যার নাম করে তাদের রোজগার বন্ধ করে দেওয়ার কোন মানে হয়না। আমাদের চালকরা কাল স্বাভাবিকভাবেই রাস্তায় বেরোবেন এবং নিজেদের রোজগারের ব্যবস্থা করবেন। এতে তাদের কেউ বাধা দিলে আমরা কড়া ভাষায় বিরোধিতা করবো।”

এদিকে বনধ ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাউথ আসাম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা বরাক বনধের পরিপ্রেক্ষিতে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন নির্দিষ্ট ক্ষেত্রে তত্ত্বাবধানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করেছে। মঙ্গলবার এই প্রসঙ্গে জারি করা এক নির্দেশে বলা হয়েছে, প্রশাসন ডিসি’র অফিস এবং আদালত প্রাঙ্গণ এলাকা, শিলচরের তদারকির জন্য সার্কেল অফিসার, সদর, শিলচর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাছাড়, ডি.পাঠককে নিয়োগ করেছে।

সুদীপ নাথ, সার্কেল অফিসার, সোনাই রেভিনিউ সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনাই, কচুদরম এবং ধলাই থানা অঞ্চল দেখাশোনা করবেন। সার্কেল অফিসার (এ), শিলচর রাজস্ব সার্কেল কাছাড় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুথি আইয়াজো শিলচর থানা এলাকা দেখাশোনা করবেন। জয়ন্ত চক্রবর্তী, সার্কেল অফিসার, উধারবন্দ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উধারবন্দ ও বড়খলা থানা অঞ্চল দেখাশোনা করবেন। প্রানজিৎ কুমার দেব, সার্কেল অফিসার, কাঠিগড়া এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাঠিগড়া থানা অঞ্চল দেখাশোনা করবেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য ম্যাজিস্ট্রেটরা যথাযথ পদক্ষেপ নেবেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তারা জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আই / সি ম্যাজিস্ট্রেসি শাখাকে সময়ে সময়ে রিপোর্ট করবেন।

Comments are closed.

error: Content is protected !!