পুজো উপলক্ষে বরাকের শহরগুলোতে যান চলাচলে বিধিনিষেধ
পুজো উপলক্ষে বরাকের শহরগুলোতে যান চলাচলে বিধিনিষেধ
পুজোয় শিলচর শহরের পাশাপাশি গোটা বরাক উপত্যকার বিভিন্ন শহর গুলোতে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এবং যানজট সমস্যা নিরসনে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জেলা প্রশাসন।
শিলচর পুলিশ রিজার্ভে পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে জেলাশাসক এস লক্ষ্মণন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধীক্ষক এস এস রায় নিরাপত্তার বিভিন্ন দিকগুলো বিচার বিবেচনা করেন। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। পুজো প্যাণ্ডেলগুলোতে স্বেচ্ছাসেবক রাখা এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা প্রবেশ পথ রাখারও আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন স্থানে পুলিশের কড়া নজরদারি বহাল থাকবে এবং স্থানে স্থানে কন্ট্রোল রুমও স্থাপন করা হবে। প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। দশমীতে বিসর্জন ঘাটে এনডিআরএফ এবং এসডিআরএফ জওয়ানদের মোতায়েন করা হবে।
পুজোয় যানজট নিয়ন্ত্রণে শিলচর পুরসভার অধীনের রাস্তাগুলোতে ঠেলা, রিকশা এবং ছোট বড় গাড়ি চলাচলে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে শিলচর ট্রাফিক পুলিশ। শহরের রিকশা এবং অটো পুর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক থেকে আসা অন্যান্য গাড়িগুলি ক্লাব রোড- ডাকবাংলো পয়েন্ট – পুরসভা কার্যালয়ের সামনে হয়ে জানিগঞ্জ- দেওয়ানজী বাজার হয়ে প্রেমতলা হয়ে রাঙ্গিরখাড়ির দিকে যাতায়াত করতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা ছোট গাড়িগুলো প্রেমতলা- শিলংপট্টি- ডিআইজি অফিস পয়েন্ট- পার্ক রোড হয়ে তারাপুরের দিকে যেতে পারবে। নতুবা পার্ক রোড – ক্লাব রোড হয়ে মালুগ্রাম বা সদরঘাটের দিকে যেতে পারবে। অথবা পার্ক রোড- ক্লাব রোড- ডাকবাংলো পয়েন্ট হয়ে জানিগঞ্জ- দেওয়ানজী বাজার প্রেমতলা আসতে পারবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালিবাড়ি রোড হয়ে দেওয়ানজী বাজারের দিকে যেতে পারবে । পাবলিক স্কুল রোডের সামনে সম্পূর্ণ নো এন্ট্রি থাকবে । জানিগঞ্জ থেকে কোনো ধরনের যানবাহন তোলাপট্টি বা উকিল পট্টির দিকে যেতে পারবে না। সার্কিট হাউস থেকে আসা অন্যান্য গাড়ি ডাকবাংলো পয়েন্ট হয়ে জানিগঞ্জ বা মালুগ্রামের দিকে যেতে পারবে। তারাপুরের দিক থেকে আসা অন্যান্য ছোট গাড়িগুলো ইণ্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে ট্রাঙ্ক রোড-ক্যাপিটাল পয়েন্ট হয়ে জানিগঞ্জের দিকে যেতে পারবে । অথবা আসাম রাইফেলস রোড- শিলংপট্টি -পার্ক রোড -অন্নপূর্ণা পয়েন্ট হয়ে দেবদূত সিনেমা হলের দিকে চলাচল করতে পারবে।
হাসপাতাল রোড থেকেও কোন ধরনের যানবাহন চেংকুরি রোডের দিকে যেতে পারবেনা। পুজোর তিন দিন দুপুর দুটো থেকে এক নম্বর লিঙ্ক রোডে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গাড়ি সোনাই রোডের দিক থেকেই লিঙ্ক রোডে ঢুকতে পারবে এবং হাইলাকান্দি রোড হয়ে বের হতে পারবে। লোচন বৈরাগী রোড অর্থাৎ মিতালি সঙ্ঘে যাওয়ার রাস্তা দুপুর দুটো থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসেবে থাকবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে আসা অন্যান্য হালকা গাড়িগুলো ন্যাশনাল হাইওয়ে হয়ে চিত্তরঞ্জন এভিনিউয়ের সামনে দিয়ে শিলচরের প্রবেশ করতে পারবে।
গাড়ি নিয়ে আসা দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য এএসটিসি ফ্ল্যাগ স্টেশন এবং ডিএসএ’র বাস স্ট্যান্ডে ব্যবস্থা রাখা হবে। ইণ্ডিয়া ক্লাব থেকে ইএন্ডডি পয়েন্ট পর্যন্ত রাস্তা একমুখী অর্থাৎ ওয়ান ওয়ে হয়ে থাকবে । সকাল ন’টা থেকে কোন ধরনের গাড়ি ইএন্ডডি কলোনি পয়েন্ট থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট অভিমুখে আসতে পারবে না, অবশ্য পরিস্থিতি বিবেচনায় উভয় দিকে গাড়ি চলাচল বন্ধ করা হতে পারে । শিলচর ট্রাফিক পুলিশের কড়া বার্তা, কোনও ধরনের গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা যাবে না।
এদিকে বিসর্জনের দিন অর্থাৎ ১৯শে অক্টোবর দুপুর ১২টা থেকে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুর এলাকায় চলাচল করতে পারবে না। দশমীতে প্রতিমা বাহী গাড়িগুলো প্রেমতলা নাজিরপট্টি – ক্লাব রোড -ডাকবাংলো পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর পুরসভা কার্যালয়ের সামনে দিয়ে গাড়ি গুলো বের হতে পারবে। একইভাবে তারাপুরের দিক থেকে আসা বিসর্জনের গাড়িগুলো ডিআইজি বাংলো- শিলংপট্টি – প্রেমতলা হয়ে একই রাস্তা দিয়ে বিসর্জনের ঘাটের দিকে যেতে পারবে।
তবে পুজোর ক’দিন যানবাহন চলাচলে বিধিনিষেধ দমকল বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স, পানীয় জলের গাড়ি এবং কর্তব্যরত বিচারক বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
দুর্গাপূজার দিনগুলোতে দর্শনার্থীদের স্বার্থে হাইলাকান্দি জেলা সদরের পুর এলাকার রাস্তায় যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেছে হাইলাকান্দি পুলিশ প্রশাসন। হাইলাকান্দি পুর এলাকায় বিকেল দুটো থেকে রাত বারটা পর্যন্ত মটর সাইকেল, স্কুটার, ই রিক্সা, অটো সহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সহ বিধি নিষেধ জারি করা হয়েছে ।
আগামী ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাইলাকান্দি শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনের চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন । সরকারি সূত্রে জানানো হয়েছে, পূজার দর্শনার্থীদের সুবিধার্থে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে । শিলচর করিমগঞ্জ থেকে হাইলাকান্দিতে আসা সরকারি বেসরকারি ভারি ও মাঝারি যানবাহন লক্ষীরবন্দ বাইপাস এবং হাল্কা যানবাহন কলেজ রোড, মিশন রোড, পাবলিক স্কুল রোড, শিলচর রোড ও রবীন্দ্র সরনি রোড হয়ে লালা কাটলিছড়া যেতে পারবে। অন্যদিকে লালা কাটলিছড়ার দিক থেকে আসা সরকারি ও বেসরকারি ভারি ও মাঝারি যানবাহন বাউয়ারঘাট বাইপাস এবং হাল্কা যানবাহন রবীন্দ্র সরনি, শিববাড়ি রোড ও এন এস রোড় হয়ে বদরপুর, করিমগঞ্জ ও শিলচরের দিকে যেতে পারবে। ওই সব গাড়ি একাদশ শহিদ সরনি হয়েও যেতে পারবে। অপরদিকে কালিবাড়ির দিক থেকে আসা শিলচর করিমগঞ্জ অভিমুখে যাওয়া সবধরনের সরকারি, বেসরকারি যানবাহন ও মাঝারি, ভারি যানবাহন লক্ষিরবন্দ বাইপাস, এবং হাল্কা যানবাহন পুরাতন হাসপাতাল রোড়, মিশন রোড়, কলেজ রোড দিয়ে শিলচর ও করিমগঞ্জ যেতে পারবে।হার্টবার্টগঞ্জ বাজার দিক থেকে আসা যানবাহন এস এস রোড, দিয়ে পুরাতন হাসপাতাল রোড, মিশন রোড, কলেজ রোড় দিয়ে শিলচর, করিমগঞ্জ যেতে পারবে। মাটিজুরির দিক থেকে আসা শিলচর ও করিমগঞ্জগামী যানবাহন স্টেশন রোড়, শিলচর রোড়, এন এস রোড, ও কলেজ রোড় হয়ে যেতে পারবে। রতনপুর দিক থেকে আসা শিলচর ও করিমগঞ্জ যাতায়াতকারী সব ধরনের যানবাহন স্টেশন রোড়, শিলচর রোড, এন এস রোড়, কলেজ রোড দিয়ে যাতায়াত করবে।
অন্যদিকে পুজোর দিনগুলোতে দ্বিচক্রযান স্কুটার, মোটরসাইকেল আগামী ১৬ অক্টোবর থেকে পূজা চলাকালীন প্রতিদিন বেলা দু’টা থেকে রাত বারটা পর্যন্ত শহরের মধ্য দিয়ে চলাচল করতে পারবে না। অনুরূপ ভাবে সবধরনের ই রিক্সা, অটো ১৬ অক্টোবর থেকে পুজা চলাকালীন প্রতিদিন বিকেল তিনটা থেকে বারটা পর্যন্ত শহরের ভেতর প্রবেশ করতে পারবে না।
Comments are closed.