Also read in

মর্মান্তিক বাইক দুর্ঘটনা: দুই যুবক নিহত, গুরুতর আহত এক

রাতাবাড়িতে এক ভয়ানক বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে এবং পেছনে বসা অপর আরোহীকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের নাম রমেশ রবিদাস ও গৌতম ভর। রমেশের বাড়ি রাতাবাড়ির ভেটারবন্দে আর গৌতমের বাড়ি চেরাগীতে।

রাতাবাড়ি আসনের লালছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা তিন বন্ধু নাম্বার  প্লেটবিহীন একটি নতুন হোন্ডা মোটরসাইকেলে দুল্লভছড়া থেকে ফানাই চা বাগানে যাচ্ছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে লালছড়া চা বাগানের একটি দুর্গা মন্দিরের দেয়ালে ধাক্কা মারে এবং তিন বন্ধু রাস্তায় পড়ে যায়।

স্থানীয়রা তিন বন্ধুকে উদ্ধার করে এবং ১০৮ অ্যাম্বুলেন্স ডেকে দুল্লভছড়া মডেল হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রমেশ রবিদাস ও গৌতম ভরের মৃত্যু হয়। অপর পিলিয়ন আরোহী, অমৃত লাল ভরকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি এখন জীবনের জন্য লড়াই করছেন। অমৃত লাল লালছড়া চা বাগানের বাসিন্দা।

নিভিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আশিস মহন্ত তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাইকটিকে থানায় নিয়ে যান। মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.