Also read in

ধলাইয়ের রাজঘাটে কিশোর কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে

কাছাড় জেলার ধলাই এলাকার রাজঘাট গ্রামে ইএনডির পাশে বাম বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে রুকনি নদীর তীরে এক গাছের ডালে জোড়া লাশ উদ্ধার হল। ১৭ বছরের কিশোর এবং ১৩ বছরের বালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গ্রামের লোকেরা এই যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঐ গ্রামেরই বাসিন্দা জহিরুল ইসলাম বড়ভূঁইয়া হিসেবে শনাক্ত করেন। সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয়। ধলাই থানার অফিসার ইনচার্জ অকুস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটো উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

১৩ বছরের বালিকাকে ও পরে সনাক্ত করা হয় নিকটবর্তী গ্রামের বাসিন্দা হিসাবে। এই ঘটনা প্রেমের করুন পরিণতি বলে গ্রামবাসীরা অনেকে মনে করছেন। তবে মৃত কিশোরের পিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তার ছেলের সাথে কারো কোন ধরনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে তার জানা নেই।

ঝুলন্ত অবস্থায় মৃতদেহটির পা মাটিতে প্রায় লাগানো ছিল, তাই এটা কি নিছক আত্মহত্যা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে এই অস্বাভাবিক মৃত্যুর মধ্যে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা খোলাসা হতে পারে।

Comments are closed.