Also read in

সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে কাল ১২ ঘণ্টা 'শিলচর বনধ' ডাকলো বিভিন্ন দল- সংগঠন

সাধারণ জনগণ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামীকাল সকাল ৫ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিলচর বনধ ডাকা হয়েছে। এই বনধে সমর্থন ব্যক্ত করেছে বাম-ডান সহ বিভিন্ন রাজনৈতিক দল। সামাজিক মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বনধকে সফল করে তুলতে আহ্বান জানানো হচ্ছে।

এই বনধে এ পর্যন্ত যে সকল দল বা সংগঠন সমর্থন জ্ঞাপন করেছে তারা হল- আকসা, এসইউসিআই, কাছাড় জেলা কংগ্রেস, ইয়াসি, প্রয়াস এনজিও, রেড রোজ এনজিও, লায়ন্স ক্লাব শিলচর প্রভৃতি। এছাড়াও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যম গুলোতে বনধ সফল করার জন্য আহ্বান রাখা হচ্ছে।

এখানে উল্লেখ্য, গতকাল রাত এগারোটা নাগাদ এক পথ দুর্ঘটনায় বিটিএনের চিত্রসাংবাদিক মলিন শর্মা তারাপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ট্রিপারের নিচে চাপা পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এখন পর্যন্ত পুলিশ এই গাড়িটির হদিস বের করতে পারেনি। আজ দ্বিপ্রহরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মৌন মিছিল করে তার শবদেহ বিটিএনের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর গান্ধীভবনে তাকে শ্রদ্ধা নিবেদন করেন আপামর জনসাধারণ।

এদিকে, জেলা উপায়ুক্ত চিত্রসাংবাদিক মলিন শর্মার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এলে মহিলারা কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরিকেও ঘেরাও করেন। মহিলারা জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে ‘শেম’ ‘শেম’ শ্লোগানও তোলেন। জেলা উপায়ুক্তকে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনও উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।

বিকেলে শিলচর শ্মশানঘাটে তার অন্তষ্টি ক্রিয়া সম্পন্ন হয়; অশ্রুসজল চোখে বিদায় জানান অগণিত অনুরাগী আত্মীয়-স্বজন বৃন্দ।

 

আগের ঘটনা জানতে হলে নিচের লিংকে ক্লিক করুন-

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক মলিন শর্মা

 

 

 

Comments are closed.