Also read in

সড়ক দুর্ঘটনায় পুলিশ জওয়ানের মর্মান্তিক মৃত্যু হাইলাকান্দির কাটলিছড়ায়

আর বাড়ি ফেরা হলো না সুশ্রত দাসের। বাড়ি ফেরার পথেই এক দুর্ঘটনার মুখোমুখি হন অসম পুলিশ ব্যাটালিয়নের সুশ্রত দাস। খবরে প্রকাশ, কাটলিছড়ার হাসপাতাল রোডে শনিবার রাতে অল্টো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ষষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের এই জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত জওয়ান সুশ্রত দাসের বাড়ি দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকায়।

সূত্র থেকে প্রাপ্ত খবরে আরও জানা যায়, ষষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের জওয়ান সুশ্রত দাস শিলচরে চাকরি করতেন। সপ্তাহ শেষে শনিবার রাতে তিনি কর্মস্থল শিলচর থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তার আগেই তিনি যখন শিলচর থেকে মোটরসাইকেল নিয়ে জামিরায় অবস্থিত তার বাড়ির দিকে যাচ্ছিলেন তখন কাটলিছড়া হাসপাতাল রোড বাইপাসের সামনে আসার পর একটি অল্টোর সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। অল্টোটি উল্টো দিক থেকে অতি দ্রুত বেগে ছুটে আসছিল। ফলে দুর্ঘটনাটি বিরাট আকার ধারণ করে। গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী সুশ্রত দাস নিজের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়েন। আর এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুশ্রুত দাস। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায়নি বলে জানা যায়। তার আগেই সব শেষ হয়ে যায়।

এদিকে নিকটবর্তী কাটলিছড়া থানায় সঙ্গে সঙ্গে দুর্ঘটনার খবর পৌঁছে যায়। খবর পেয়ে কাটলিছড়া থানার ওসি নিতাই চরণ সিংহ, এএসআই বিধান দাসের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় জওয়ান সুশ্রত দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.