মর্মান্তিক ! কুয়ো পরিষ্কার করতে গিয়ে পাঁচগ্রামে মৃত্যু চারজনের
খাবার জলের কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল চারজনের। ঘটনাটি সংঘটিত হয় আজ সকালে সাড়ে দশটা নাগাদ হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের আনোয়ারপুর গ্রামে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিজের ঘরবাড়ি এবং খাবার জলের কুয়া পরিষ্কার করতে গিয়ে কুয়োতে পড়ে যান একজন। তাকে উদ্ধার করতে গিয়ে আটকা পড়েন একের পর এক চারজন। সাথে সাথে খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর জওয়ানরা এসে এসে চার জনের মৃতদেহ উদ্ধার করেন।
এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, রশিদ আহমেদ( পিতা সরফ আলি), উনার ভাই নাজিমুদ্দিন, ভাইপো আবু সোহেল (পিতা নাজিম উদ্দিন) এবং মিস্ত্রি হাসিব উদ্দিন (পিতা আজমির আলি, গামারিয়া, করিমগঞ্জ)।
গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অপর একজন মিস্ত্রি হাসিবুদ্দিনকে। তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন এলাকার লোকজন, ঘটনার পর শত শত লোক জমায়েত হয়েছেন অকুস্থলে।
Comments are closed.