কর্মসংস্থানের তাগিদে চেন্নাইয়ে গিয়ে নিহত বড়খলার চার যুবক
কাজ করতে বহির্রাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন চার যুবক। ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ রোববার দুপুরে । এই চারজনই বড়খলা অঞ্চলের বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চার যুবক চেন্নাইয়ের একটি কোম্পানিতে কাজ করতেন। রাজনগর গাঁও পঞ্চায়েত সভাপতির ভাই মাশুক আহমেদের হাত ধরে তারা ওই কোম্পানিতে কাজে যোগদান করেন। তবে, কিভাবে এই চারজন এই মর্মান্তিক মৃত্যু ঘটলো তার তথ্য এখনো পরিবারের হাতে বিস্তারিত এসে পৌঁছায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চার যুবক হলেন রাজনগর পাথারিগ্রামের সিরাজুল ইসলাম বরভূইয়ার দুই পুত্র আনোয়ার হোসেন ও দিলোয়ার হোসেন; রাজনগরের কমরুল ইসলাম বড়ভূইয়ার ছেলে অপর এক আনোয়ার হোসেন বরভূইয়া এবং নিজ জয়নগর কুমারপাড়া জিপির রহিম উদ্দিন বরভূইয়ার পুত্র আবিদুর রহমান বরভূইয়া। এদের সবারই বয়স কুড়ি থেকে তিরিশের এর মধ্যে বলে জানা গেছে।
এই চার যুবকের দেহ পোস্টমর্টেমের পর সম্ভবত আজ সোমবার বিমানযোগে তাদের নিজ নিজ বাড়িতে এসে পৌঁছাবে । এই দুঃসংবাদে সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক রুমি নাথ প্রমূখ।
Comments are closed.