শিলচর থেকে আমড়াঘাট গামী বাস দুর্ঘটনা গ্রস্ত, আহত ১৯
শিলচর থেকে আমড়াঘাট যাওয়ার পথে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত হয় আজ সকালে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে আমরা ঘাটের বাড়ইবস্তি এলাকায়।মহিলা ও শিশুসহ প্রায় ১৯ জন আহত হয়েছেন। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সুজাতা চন্দ, শ্যামল সরকার, বাপি দে, ললিতা মন্ডল, কল্পনা বেগম, নিহীরা বেগম, মোস্তাক আহমেদ, মমতা বেগম, সুমি গোস্বামী । প্রাপ্ত তথ্যমতে, আহতদের মধ্যে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও রয়েছেন ।
Comments are closed.