Also read in

আজ থেকে ডিমা হাসাও জেলায় রেল অবরোধ, ১৪৪ ধারা জারি

ডিমা হাসাও জেলায় আজ থেকে রেল অবরোধের ডাক দিয়েছে এন সি হিলস ইন্ডিজিনাস স্টুডেন্টস ফোরাম। লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজে প্রায় ৫০টি গ্রামের ৫০০ পরিবারের কৃষি জমি ও বসতবাড়ি নষ্ট হওয়ার জেরে দীর্ঘদিন থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল তারা; উত্তরপূর্ব সীমান্ত রেলের বিরুদ্ধে এই আন্দোলন অনেক পুরানো, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পায়নি ক্ষতিগ্রস্তরা।

এদিকে, এই অবরোধ রুখতে ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী ডিমা হাসাওয়ে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তির রেলওয়ে স্টেশন বা সন্নিকটে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং কোন ধরনের আন্দোলন কর্মসূচি, ধর্ণা, অবস্থান ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বলে কোন ধরনের অস্ত্র বহন করা এবং দ্বিচক্রযানের পেছনে যাত্রী নিয়ে চলাচল করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ রাজখোয়া, এসিএস এই আদেশ প্রদান করেছেন।

এখানে উল্লেখ্য, এই সংগঠনের ‘রেল অবরোধ’ আন্দোলন কার্যসূচি যদি সফল হয় তবে বদরপুর লামডিং সেকশনে রেল চলাচল বিঘ্নিত হতে পারে। তবে এই বিধি নিষেধ আরোপ তথা প্রশাসনিক তৎপরতার ফলে রেল চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা যাচ্ছে।

Comments are closed.