টেবিল টেনিস ক্লাবের জাঁকালো প্রিমিয়ার লিগে জয়ী ট্রান্সফর্মার
জাঁকালোভাবে শেষ হয়েছে উধারবন্দ টেবিল টেনিস ক্লাবের প্রথম টি টি প্রিমিয়ার লিগ। ক্লাবের ইন্ডোরে অনুষ্ঠিত এক জমজমাট ম্যাচে ট্রান্সফর্মার দল ৩-২ গেমে ট্রাবল স্ট্রোকার দলকে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা দখল করে।
আজহারুল ইসলাম বড়লস্করের ট্রান্সফর্মার দলে ছিলেন শুভম দাস ( শিলিগুড়ি), আয়ুষ বড়ভুঁইয়া ( টি টি ক্লাব) সহ একই ক্লাবের প্রদীপজ্যোতি ভট্টাচার্য ও দিবিজা পাল। প্রতিযোগিতার রানার আপ সুরঞ্জন শর্মার ট্রাবল স্ট্রোকার দলে ছিলেন শিলিগুড়ির স্নেহান্বিতা সাহা সহ আয়োজক ক্লাবের শঙ্কর দে, স্নেহা শর্মা ও শুভরাজ দেব। ব্যতিক্রমী এই প্রতিযোগিতার সেকেন্ড রানার আপ হয় সায়ন রায়ের ফিনিক্স দল। এই দলকে প্রতিনিধিত্ব করেন শিলিগুড়ির স্বাগতা সরকার সহ টি টি ক্লাবের অরিজিৎ দেব, আদিত্যরাজ চন্দ ও রাহিনি দেব। দু’দিনের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল মঙ্গলবার। অংশ নেয় সাতটি দল।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি সূর্যকুমার শর্মা, উদারবন্দ জিপি সভাপতি সাধনা আচার্য, ইউএসএ-র সভাপতি সুজিত দেব, স্পন্সরদের পক্ষে কেশব দত্ত, সায়ন রায়, রূপম ধর সহ ক্লাবের কর্মকর্তারা।
গত একমাস ধরে টেবিল টেনিস ক্লাবে টি টির হাই পারম্যান্স ক্যাম্প চলছে। যে ক্যাম্পে শিলিগুড়ির রাজ্য ও জাতীয় মানের ৬ জন প্যাডলার অংশ নিয়েছেন। শিলচর ও উধারবন্দের মোট ১৪ জন বাছাই করা প্যাডলারও তাঁদের সঙ্গে শিবিরে ছিলেন। শিলিগুড়ির কোচ শুভম দাস ও টি টি ক্লাবের পার্থপ্রতীম দেবের তত্ত্বাবধানে তাঁরা টানা অনুশীলন করেছেন। বরাক উপত্যকা শুধু গোটা রাজ্যেই এধরনের শিবির ব্যাতিক্রমী। অনুষ্ঠানে শিবিরের দুই কোচ, সহকারি কোচ শঙ্কর দে ও শুভরাজ দেব সহ শিলিগুড়ি থেকে আসা ছয়জন প্যাডলারকে ক্লাবের পক্ষ থেকে ট্র্যাকশুট ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।
উল্লেখ্য, শিলিগুড়ির প্যাডলাররা শুক্রবার সকালে বাড়ি ফিরলেও শুভম দাসের তত্ত্বাবধানে শিবিরটি ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
Comments are closed.