Also read in

রাজ্যসভার আসনে প্রার্থী সুস্মিতা দেব, ঘোষণা তৃণমূলের, খুশি ব্যক্ত করলেন শিলচরের প্রাক্তন সাংসদ

গত ১৬ আগষ্ট সুস্মিতা দেব কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন বলে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দায়িত্ব পেয়েছিলেন উত্তর-পূর্বের । এবার তাঁকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিল নতুন দল ।

তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনে এবার মনোনীত হলেন সুস্মিতা। একুশের নির্বাচনে জিতে মানস ভুঁইঞা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধায়ক, মন্ত্রী। তাই সেই আসনে উপনির্বাচন হচ্ছে। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার সেই উপনির্বাচন। প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সুস্মিতা দেব। মঙ্গলবার টুইটে ঘোষণা করল তৃণমূল। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

সেপ্টেম্বরের ৯ তারিখ নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর আগেই হবে রাজ্যসভা নির্বাচন । রাজ্যসভার ভোট হতে চলেছে আরও চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে। কমিশন জানিয়েছে, ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার দিন। ২৩ তারিখ মনোনয়নের স্ক্রুটিনি করা হবে। ২৭ তারিখ নাম প্রত্যাহারের শেষদিন। আর ৪ তারিখ ভোট।

এই মুহূর্তে ত্রিপুরায় সংগঠনের ভার সুস্মিতার উপর দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি এখনও ত্রিপুরাতেই সক্রিয় রয়েছেন। এবার তাঁর কাজ আরও বাড়ল। রাজ্যসভার উপনির্বাচনের লডা়ইয়ে তাঁকেই এগিয়ে দিল তৃণমূল। প্রার্থী হওয়ার খবর পেয়ে খুশি সুস্মিতা দেব।

রাজ্যসভায় মনোনয়ন পেয়ে সুস্মিতা দেব বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত এবং মমতাদি ও অভিষেকের কাছে কৃতজ্ঞ৷ আমি এই সম্মান পাওয়ার যোগ্য কি না জানি না, কিন্তু আমার দলের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত৷’

Comments are closed.