Also read in

টিআরপি চার্ট: এই সপ্তাহে শীর্ষ পাঁচটি বাংলা শো

এই সপ্তাহের শুরুতে, আমরা আমাদের ‘বিনোদন’ বিভাগটি শুরু করেছি।আর এখন থেকে, প্রতি সপ্তাহে আমরা সর্বাধিক জনপ্রিয় বাংলা ও হিন্দি অনুষ্ঠানের টিআরপি চার্টটি ভাগ করব। এই রেটিংগুলি দেশের অফিশিয়াল টিভি অডিয়েন্স মেসারমেন্ট সিস্টেম- বিএআরসি (ব্রডকাস্ট অডিয়েন্সে রিসার্চ কাউন্সিল) থেকে নেওয়া হয়েছে।

সর্বাধিক দেখা বাংলা অনুষ্ঠানের তালিকা অনুযায়ী প্রথম পাঁচে রয়েছে

১) তৃনয়ণী (জি বাংলা)
২) কে আপন কে পর (স্টার জলসা)
৩) শ্রীময়ী (স্টার জলসা)
৪) কৃষ্ণকলি (জি বাংলা)
৫) নেতাজি (জি বাংলা)

সর্বাধিক দেখা হিন্দি শো’ গুলো হচ্ছে

১) তারক মেহতা কা ওলটা চশমা (সাব টিভি)
২) কুণ্ডলি ভাগ্য (জি টিভি)
৩) ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায় (স্টার প্লাস)
৪) কৌন বনেগা ক্রোড়পতি (সনি টিভি)
৫) ইন্ডিয়ান আইডল (সনি টিভি)

আর আপনার প্রিয় শো কোনটি?

Comments are closed.