কালাইন-লক্ষ্মীপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত চার কলেজ-পড়ুয়া, সড়ক অবরোধ করলেন স্থানীয়রা
এক সপ্তাহ আগে কালাইন-লক্ষ্মীপুর এলাকায় দুই ব্যক্তিকে হত্যা করেছিল দ্রুতগামী টিপার। একই এলাকায় এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চারজন পড়ুয়ার। বদরপুর এনসি কলেজের পাঁচজন ছাত্র কাটিগড়া এলাকার বাসিন্দা, এদিন কলেজ সেরে একটি মারুতি অল্টো গাড়িতে করে বাড়ি ফিরছিল। অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সজোরে গাড়িটিকে ধাক্কা মারে, এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি এবং পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। গাড়ি থেকে তিন ছাত্র রাস্তায় পড়ে যায় এবং সেখানে দুজনের মৃত্যু হয়। পুকুরে পড়ে যাওয়া গাড়ির ভেতর দুজন ছিল, তাদেরও মৃত্যু হয়েছে।
একই এলাকায় এক সপ্তাহের মধ্যে দুটো সড়ক ঘটনায় ছয়জন ব্যক্তির মৃত্যু হয়েছে, এতে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশের উদাসীনতায় ট্রাক-টিপার ইত্যাদির চালকদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। এমনটা না হলে এক সপ্তাহের মধ্যে একই এলাকায় দু-দুটো মর্মান্তিক ঘটনা ঘটত না।
নিহত হওয়া দুই এবং গুরুতর আহত অবস্থায় আরেক ছাত্রকে সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু দুটি মৃতদেহ এখনও এলাকাবাসীরা আটকে রেখে দিয়েছেন। তাদের বয়ান, যতক্ষণ পুলিশের পক্ষ থেকে এধরনের ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছেনা, ততক্ষণ মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না এবং সড়ক বন্ধ থাকবে।
কাটিগড়া থানার ওসি নয়নমণি সিংহ জানিয়েছেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে পড়ুয়ারা। অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায়, প্রাথমিক চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, তবে তার অবস্থা ও ভালো নয়। স্থানীয়রা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। একই এলাকায় পরপর দুটো ঘটনা হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। পুলিশের তরফ এব্যাপারে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমনটা দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
Comments are closed.