ডলু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ১২ বছর বয়সী শিশু
মঙ্গলবার কাছাড় জেলার ডলুর বরাক নদীতে সাঁতার কাটতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়ে যায় বলে জানা গেছে। নিখোঁজ শিশুটি মনিপুরি বস্তির বাসিন্দা জিতেন্দ্র সিং এর ছেলে অসীম কুমার সিং। শিশুটির বাবা একজন দৈনিক উপার্জনকারী বলে জানা যায়।
সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি সংঘটিত হয়, যখন কালিনগর নিম্ন প্রাথমিক স্কুলে পাঠরত অসীম স্নান করার জন্য নদীতে নামে। ওই ঘটনার সময় অসীমের দুই বোনও তার সাথে ছিল। তার দুই বোন হঠাৎ করেই দেখতে পায় যে অসীম জলে ডুবে যাচ্ছে। তখনই তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তাদের চিৎকার শুনে এরপরই কিছু স্থানীয় বাসিন্দারা দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অসীমকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন।
এরপর বিষয়টি পুলিশকেও জানানো হয়। ঘটনাটির বিষয়ে জানার সঙ্গে সঙ্গে সাব- ইন্সপেক্টর জাকির হোসেন সহ বড়খলা থানার কয়েকজন অফিসারের দল ঘটনাস্থলে পৌঁছান। পরে শিশুটিকে খুঁজতে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) দলও এক অনুসন্ধান অভিযান চালায়। কিন্তু তা সত্ত্বেও শেষ খবর পাওয়া অনুযায়ী শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এখানে উল্লেখ করা যেতে পারে, ডলু অঞ্চলটি শিলচর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং বড়খলা নির্বাচন চক্রের অধীনে রয়েছে।
Comments are closed.