শহর সংলগ্ন রাস্তায় জোড়া দুর্ঘটনা: প্রাণ গেল বিজেপি কর্মী ও এক কিশোরের
রোববার গভীর রাতে কাছাড় জেলায় দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উধারবন্দ মহাসড়কে দ্রুতগামী ডাম্পারের সঙ্গে ধাক্কায় বিজেপি কর্মী সোহেল আহমেদ লস্কর নিহত হয়েছেন। অন্যদিকে, আসাম-মণিপুর জাতীয় সড়কের কাশীপুর এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় ১২ বছর বয়সী নুর হোসেন মজুমদারের।
সোহেল তার মারুতি সুইফট গাড়ি করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ। উধারবন্দের পাচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে। তবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোহেলের মৃত্যুতে এলাকাবাসী উত্তেজিত হয়ে ডাম্পার গাড়ীটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এরপরই কাছাড়ের এসপি নুমাল মাহাত্তো বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের অবৈধভাবে চলাচলকারী ডাম্পার এলাকায় নিয়মিত দুর্ঘটনার কারণ। এখানে উল্লেখ করা দরকার, নিহত সোহেল আহমেদ লস্কর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সক্রিয় সদস্য ছিলেন।
অন্য ঘটনাটি ঘটেছে আসাম-মণিপুর জাতীয় সড়কের কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের কাছে। রেজিস্ট্রেশন নম্বর: এ এস ১০ডি ৭১৬৩ নম্বরের একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয় ১২ বছর বয়সী নুর হোসেন মজুমদার। স্থানীয়দের সাথে মোটরসাইকেল চালক তাৎক্ষণিকভাবে নুরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নূরের মৃত্যু ঘোষণার পর মোটরসাইকেল চালক গোপনে পালিয়ে যায়।
Comments are closed.