Also read in

করিমগঞ্জে গণধর্ষণের শিকার হলেন ত্রিপুরার দুই যুবতী, আটক ৩ জানালেন পুলিশ সুপার

শুক্রবার রাতে করিমগঞ্জ জেলার নিলামবাজারে ত্রিপুরার দুই যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদের মা শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মাকে দেখতে এসে বাড়ি ফেরার পথে গাড়ি পেতে একটু অসুবিধা হয় তাদের, ফলে তারা একটি প্রাইভেট গাড়ি নেন। দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা দুই বোন ধর্মনগর পর্যন্ত যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। তবে তারা ভাবতেও পারেননি গাড়ির চালকরা তাদের এত বড় বিপদে ফেলার চক্রান্ত করছে।

শোনা গেছে গাড়ীতে চালকের সঙ্গে অতিরিক্ত মানুষ ছিল। শুক্রবার রাতে গাড়িটি নিলামবাজার এলাকা পৌঁছানোর পর শর্টকাট রাস্তা নেওয়ার নাম করে দুই যুবতীকে এক নির্জন জায়গায় নিয়ে যায় দুষ্কৃতীরা।নিলামবাজারের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে গাড়িটি নিয়ে যাওয়া হয় যেখানে চারজন যুবক আগে থেকেই অপেক্ষা করছিল। সেখানে আটকে ছয়জন যুবক পর পর তাদের ধর্ষণ করে। রাতভর ধর্ষণ করার পর সকালে ভয় দেখিয়ে দুই বোনকে চলে যেতে বলে দুষ্কৃতীরা। অনেক কষ্টে দুই বোন পাতারকান্দি থানা পর্যন্ত পৌঁছায় এবং পুলিশকে পুরো ঘটনা জানানো হয়। এজাহার গ্রহণ করে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে এবং সেই বিল্ডিংয়ের মিস্ত্রি আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আরো মানুষের নাম উঠে আসে পরবর্তীতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ সুপার মায়াঙ্ক কুমার জানিয়েছেন, আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তবে কাউকে রেহাই দেবে না পুলিশ।

সীমান্ত শহরে এভাবে গণধর্ষণের ঘটনায় তিব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে ধর্ষকরা ভিন্নধর্মী যুবক ছিল, ফলে এলাকায় অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জের বিজেপির তরফে পুলিশকে কড়া বার্তা দেওয়া হয়েছে, কোনওভাবেই দোষীদের রেহাই দেওয়া যাবে না। অন্যথায় এলাকায় তীব্র প্রতিবাদ গড়ে উঠবে। এদিকে জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব এব্যাপারে সর্বানন্দ সোনোয়াল থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চিঠি লিখবেন বলে জানিয়েছেন।

কিছুদিন আগে উত্তরপ্রদেশের হাতরাসে ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছিল সারাদেশ। সেই সময় মাঠে নেমে প্রতিবাদ করেছিলেন সুস্মিতা দেবও। বরাক উপত্যকায় এধরনের ঘটনা ঘটেছে, এতে অবশ্যই বড়োসড়ো আলোড়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments are closed.