Also read in

চেন্নাইয়ে নৃশংস ভাবে খুন করিমগঞ্জের রাতাবাড়ির দুই শিশু, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের মা

আসামের দুই শিশুকে নৃশংস ভাবে খুন করা হয়েছে চেন্নাইয়ে। তাদের মা সুমিতা ভর ও ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন। শিবা ভর ও রিমা ভর নামে দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারা সবাই করিমগঞ্জ জেলার রাতাবাড়ির কেকরাগুল এলাকার বাসিন্দা।

রিপোর্ট অনুযায়ী, দুই মৃত শিশুর বাবা দ্বারিকা ভর এক বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে চেন্নাইয়ের ইরুলিপাট্টুতে একটি ভাড়া বাড়িতে পরিবার সহ বসবাস শুরু করেছিলেন।

সোমবার দ্বারিকা ভর কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। তার স্ত্রীর মোবাইল ও বন্ধ ছিল। তিনি তার বন্ধু গুড্ডু সাহানীকে ফোন করেন, কিন্তু তার মোবাইলও বন্ধ ছিল।

অবিলম্বে তিনি জগন্নাথপুরমে অবস্থিত তার বন্ধুর ফ্ল্যাটে যান এবং মেঝেতে তার দুই সন্তানের লাশ পড়ে থাকতে দেখেন। তার স্ত্রীও রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। পুলিশে খবর দেওয়া হয় এবং সুমিতা ভরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সুমিতা তার জীবনের জন্য লড়াই করছেন। ধারণা করা হচ্ছে, প্রেম প্রত্যাখ্যানের কারণে গুড্ডু সাহানি এই নৃশংস ঘটনা ঘটিয়েছে।

Comments are closed.

error: Content is protected !!