Also read in

হাইলাকান্দিতে ফিল্মি কায়দায় অবসরপ্রাপ্ত জিআরএস কর্মীর সাতলক্ষ টাকা ছিনতাই

হাইলাকান্দিতে ফিল্মি কায়দায় অবসরপ্রাপ্ত জিআরএস কর্মীর সাতলক্ষ টাকা ছিনতাই

হাইলাকান্দিতে ফিল্মি কায়দায় অবসরপ্রাপ্ত এক জি আর এস কর্মীর সাত লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ের বিয়ের জন্য ব্যাংকে গচ্ছিত টাকা তুলে বাড়ি ফিরছিলেন আলগাপুর প্রথম খন্ডের বাসিন্দা তথা আলগাপুর ব্লকের অবসরপ্রাপ্ত জি আর এস কর্মী আলা উদ্দিন লস্কর। হাইলাকান্দি স্টেট ব্যাংক থেকে সাতলক্ষ টাকা তুলে হাইলাকান্দি কলেজ রোডের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

একটি অটোতে উঠার পথে মোটর বাইক নিয়ে দুই যুবক আচমকা এসে ফিল্মি কায়দায় আলা উদ্দিনের কাছ থেকে সাত লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রৌঢ় আলা উদ্দিন লস্কর এ ঘটনায় মুহুর্তের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে হাল্লা চিৎকার করলেও কোন লাভ হয়নি। ততক্ষনে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাইকারীদের কোনও সন্ধান কিংবা খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি।

পুলিশ ব্যাঙ্কে ছুটে এসে টাকা তোলার সময়ের সি সি ফুটেজও প্রত্যক্ষ করে। হাইলাকান্দি পুলিশের ডি এস পি নয়নমনি বর্মন জানান,পুলিশি তদন্ত চলছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় ইদানিং ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেলেও পুলিশ প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। লালা স্টেট ব্যাংক ক্যাম্পাস থেকে দিনদুপুরে লক্ষ টাকা ছিনতাই হলেও আজ অবধি পুলিশ ছিনতাইকারীদের সনাক্ত করতে পারে নি।

Comments are closed.