শিলচরের নবজ্যোতি সহ দুই ভন্ড বৌদ্ধ-ভিক্ষু ধরা পড়ল ত্রিপুরার ঊনকোটিতে
দুই ভন্ড সন্নাসীকে অধর্মীয় কাজে লিপ্ত পেয়ে হাতেনাতে পাকড়াও করে পুলিশে সমঝে দিল ত্রিপুরার পেচারতল এলাকার ডেপাছড়ার জনগণ। এই দুজন হলেন শিলচরের নবজ্যোতি ধর এবং অপরজন মহারাষ্ট্রের নাগপুরের সুভূতি ওরফে সঞ্জয় ভাঙড়ে।
জানা গেছে, এদিন বেশকিছু ধর্মপ্রাণ মানুষ নবীন ছড়ার বৌদ্ধ বিহারে যাওয়ার পথে বৌদ্ধ ভিক্ষুর বেশধারী এদের দুজনকে দেখে সন্দেহ করে। পরিচয় জানতে চাইলে তারা পরিচয় পত্র দেখান, কিন্তু এই পরিচয় পত্র দেখে ওরা যে ভন্ড ভিক্ষু তা বুঝে নিতে কারোরই অসুবিধা হয়নি। এদেরকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় নবীন ছড়ার বৌদ্ধ বিহারে, খুলে ফেলা হয় তাদের ভিক্ষুর পোশাক। তাদের মোবাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তারা মোবাইলে হোয়াটসঅ্যাপ মারফত এক চাকমা যুবতীকে কুপ্রস্তাব পাঠিয়ে উত্ত্যক্ত করছিল।
ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করলে ঐ যুবতীও এই উত্যক্ত করার খবর স্বীকার করে। এতে জনগণ আরো উত্তেজিত হয়ে তাদেরকে দুজনকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন। এলাকাবাসী যারা জানিয়েছেন, এদের দুজনকে বেশ কিছুদিন ধরে ওই এলাকার ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তাদের কাছে নিউ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নামক এক ভুয়ো দলের সদস্য পরিচয় পত্র ছিল।
নবজ্যোতি ধর শিলচর প্রেমতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে তার পরিবারের লোকেরা অন্যত্র চলে গেছেন। সেও বর্তমানে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরে অনেকটা ভবঘুরে জীবন যাপন করছে। উত্তম-মধ্যমের পর তারা তাদের দোষ স্বীকার করে। ধর্মীয় ভেক ধরে প্রতারণা করার অপরাধে এদের কঠোর শাস্তি দেওয়ার জন্য পেচারতল বাসি জনগণ দাবি রেখেছেন।
Comments are closed.