ওএনজিসির উদ্যোগে গভর্নমেন্ট বয়েজ স্কুলে উদ্বোধন হল দুটি আধুনিক টয়লেট ব্লকের
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবলিটি-র আওতায় শিলচর গভর্নমেন্ট এইচ এস স্কুলে দুটি আধুনিক টয়লেট ব্লক বানিয়ে দিল ওএনজিসি। শুক্রবার স্কুল প্রাঙ্গণে টয়লেট কমপ্লেক্স এর আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন ওএনজিসি শিলচর ফরওয়ার্ড বেসের এক্সপ্লোরেটরি অ্যাসেট ম্যানেজার একে গুপ্তা। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পারভিন সুলতানা লস্কর সহ ওএনজিসির ভিভিন্ন স্তরের আধিকারিকরা।
টয়লেটের দ্বারোদ্ঘাটন করে অ্যাসেট ম্যানেজার একে গুপ্তা বলেন সামাজিক দায়িত্ব পালনে ওএনজিসি বদ্ধপরিকর। এই টয়লেটের বিজ্ঞান সম্মত ব্যবহার হোক। আগামী দিনেও স্কুলে আরও কাজ করার ইচ্ছা রয়েছে ওএনজিসির।
এদিকে গভর্নমেন্ট বয়েজ এইচ এস স্কুলের অধ্যক্ষা পারভিন সুলতানা লস্কর ওএনজিসি কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই টয়লেটের মাধ্যমে স্কুলে ছাত্রদের স্বাস্থ্য রক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এই প্রকল্পে ৮ লক্ষ টাকা দিয়েছে ওএনজিসি। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা সহ স্কুল পরিচালন সমিতির সহ সভাপতি সাংবাদিক উত্তমকুমার সাহা উপস্থিত ছিলেন। এই টয়লেটে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক কমপ্লেক্স রয়েছে। অনুষ্ঠানে ওএনজিসির তরফে ছিলেন চিফ ম্যানেজার (এইচআর) প্রদীপ জৈন।
Comments are closed.