Also read in

লালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

লালার চন্দ্রপুর এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। হতভাগ্য দুই যুবকের নাম বিতেন বরুয়া (৩০) ও মিহির বর্মন (২৯)।। নিহত দুজন ই অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদের লালা সাব ডিভিশনের কর্মী ।

বিতেন ও মিহির এদিন রাত আটটা নাগাদ আয়নাখাল থেকে মোটর সাইকেল নিয়ে লালা ফেরার পথে চন্দ্রপুর এলাকায় একটি (AS-11-AC 0400)ক্রুইজারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের নতুন পালসার বাইকটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে লালা পুলিশের সি আই তানভীর আহমেদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবং দুর্ঘটনাগ্রস্থ ক্রুজার ও পালসার বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Comments are closed.