Also read in

কাছাড়ে বজ্রপাতে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোমবার দুপুরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে দুজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর রাজস্ব খন্ডের অন্তর্গত বড়থল গ্রামে ৪০ বছর বয়স্ক মনোজিৎ বৌরি নামে একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। অন্যদিকে শিলচর সদর রাজস্ব চক্রের কাঁঠাল গ্রামে আরো একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও সেই ব্যক্তির পরিচিতি জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঝড় ও বজ্রপাতে চারটি গ্রাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতি বিধ্বংসী রূপ নেওয়ায় উপত্যকার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। চারটি গ্রামের মধ্যে দুটি গ্রাম শিলচর রাজস্ব চক্রের এবং দুটি গ্রাম লক্ষ্মীপুর রাজস্ব চক্রের অধীনে রয়েছে। সব মিলিয়ে কুড়িটিরও বেশি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে,কাছাড় জেলায় এবছর বাজ পড়ে অন্ততপক্ষে দুজন মারা গেছেন। এর মধ্যে রয়েছেন শিলচর রাজস্ব চক্রের অধীনে কাঁঠাল গ্রামের সবিতা রানী দাস এবং কাটিগড়া রাজস্ব চক্রের অধীনস্থ দ্বিতীয় খন্ডের যোগমায়া দাস।

ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, গুয়াহাটি প্রদত্ত সোমবার দুপুরের সংবাদে জানা যায়, প্রতি ঘন্টায় প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ও ডিমা হাছাও জেলায় বজ্রপাতসহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

Comments are closed.