৯ সেপ্টেম্বর : করোনা নামের বিপর্যয় গোটা মানব সভ্যতাকে তছনছ করে দিয়েছে। এই ভয়ঙ্কর অতিমারি ময়দানকেও স্তব্ধ করে রেখেছে। গত প্রায় দু’বছর ধরে লাইনচ্যুত হয়ে আছে খেলাধুলা। করোনা আদৌ শেষ হবে কী না, হলেও কবে, তা আমাদের সবারই অজানা।
এমন পরিস্থিতিতে ক্রীড়া সংগঠক, প্রশাসক বা খেলোয়াড়দের চ্যালেঞ্জ হিসেবেই নিতে হচ্ছে বর্তমান পরিস্থিতিকে। করোনাকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে, এমন ভাবনাকে মাথায় রেখেই উধারবন্দের টেবিল টেনিস ক্লাব এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১২ সেপ্টেম্বর, ২০২১ ইং, রবিবার সকাল এগারোটায় উধারবন্দ টেবিল টেনিস ক্লাবের ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে বসবে এক বিশেষ আলোচনার আসর। ‘করোনা কাটিয়ে মাঠে ফিরতে চায় খেলা: কী ভাবছেন ময়দানের মানুষরা?’ শীর্ষক এই আলোচনায় বরাক উপত্যকার চারটি জেলা ক্রীড়া সংস্থা সহ সক্রিয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক, ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বিকল্প পথের সন্ধান করতে চাইছে টি টি ক্লাব।
আলোচনায় সঞ্চালকের দায়িত্বে থাকবেন অধ্যাপক জয়দীপ বিশ্বাস। মূলত ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত প্রশাসক, ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন খেলার প্রশিক্ষক এবং ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিদের নিয়েই এই বৈঠক। এই সভার আলোচনা থেকে বের হওয়া নির্যাস পরবর্তী সময়ে রাজ্য সরকারের কাছে পেশ করার চেষ্টা করবে টি টি ক্লাব। যাতে করে আগামীতে খেলাধুলা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সাহায্য হয়। যে কোনও ব্যতিক্রমী সময়কাল ও পরিস্থিতির জন্যই চাই কিছু ব্যতিক্রমী পদক্ষেপ। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই বিশেষ উদ্যোগ। টি টি ক্লাব আশা করছে, ময়দানকে নিয়ে এই বৌদ্ধিক উদ্যোগ আগামী দিনে খেলাধুলার পথ সন্ধানে এক বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে।
প্রায় দুই ঘণ্টার পুরো অনুষ্ঠান হবে সরকারের কোভিড বিধি মেনে। এই আলোচনায় অংশ নেবে, জেলা ক্রীড়া সংস্থা, শিলচর। জেলা ক্রীড়া সংস্থা, করিমগঞ্জ। জেলা ক্রীড়া সংস্থা, হাইলাকান্দি। জেলা ক্রীড়া সংস্থা, লক্ষীপুর। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ( বাকস)। শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব ( এসভিসিসি)। ইন্ডিয়া ক্লাব, শিলচর। টাউন ক্লাব, শিলচর। শিলচর ফুটবল অ্যাকাডেমি। শিলচর স্পোর্টিং ক্লাব। রেফারিজ ট্রেনিং সেন্টার, শিলচর। ইটখোলা অ্যাথেলেটিক ক্লাব, শিলচর। ইউনাইটেড ক্লাব, শিলচর। সোনাই ক্রীড়া সংস্থা, সোনাই। উধারবন্দ ক্রীড়া সংস্থা, উধারবন্দ। ভ্রাতৃ সংঘ, উধারবন্দ। নবারুণ সংঘ, উধারবন্দ। টেবিল টেনিস ক্লাব, উধারবন্দ। থাকবেন,
জেলা ক্রীড়া আধিকারিক ও, কাছাড়। এছাড়াও
ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন জয়দীপ দাস, আশুতোষ রায়, শিশুতোষ বসাক, সুবিমল ধর এবং চন্দন শর্মা। থাকবেন ক্রীড়া প্রশিক্ষক নিরঞ্জন দাস ( ক্রিকেট), বিরাজ সিনহা ( ব্যাডমিন্টন), বাবু সিং ( ফুটবল), সঞ্জিত পাণ্ডে ( হকি) এবং পার্থপ্রতিম দেব ( টেবিল টেনিস) ।
Comments are closed.