Also read in

বরাকে প্রথম টেবিল টেনিস প্রিমিয়ার লিগ আয়োজন করছে উধারবন্দ টি টি ক্লাব

বরাক উপত্যকা তো বটেই, গোটা রাজ্যের টেবিল টেনিসে এক বিশেষ জায়গা করে নিয়েছে উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। এখান থেকে প্রতিভাবান প্যাডলাররা উঠে এসে শুধু জেলা ও রাজ্যস্তরে নয়, জাতীয় স্তরেও প্রতিনিধিত্ব করছে। ন্যাশনাল র‍্যাংকিং টুর্নামেন্ট গুলোতে খেলছে। এবার উধারবন্দ টি টি ক্লাবের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পলক। বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো উধারবন্দ টি টি ক্লাব আয়োজন করতে যাচ্ছে টেবিল টেনিস প্রিমিয়ার লিগ। আগামী ২৪-২৫ জানুয়ারি এর আসর বসবে ক্লাব ভবনে।

আসলে গত ২ জানুয়ারি থেকে এক বিশেষ ক্যাম্প চলছে টিটি ক্লাবে। এক মাসের দীর্ঘ এই ক্যাম্পের নামকরণ দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স ক্যাম্প। এটা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এটাও কিন্তু এক রেকর্ড। ‌ কারণ উপত্যকার টেবিল টেনিস এর ইতিহাসে এত দীর্ঘ কোচিং ক্যাম্প এর আগে কোনো ক্লাব বা সংস্থা আয়োজন করেনি। শুধু এই একটাই কারণ নয়। এই ক্যাম্পের আরো একটা বিশেষত্ব হচ্ছে, এই হাই পারফরম্যান্স ক্যাম্পে প্যাডলারদের কোচিং দিচ্ছেন ন্যাশনাল কোচ শিলিগুড়ির শুভম দাস। শুধু কি তাই? এই ক্যাম্পেই রয়েছেন আরো সাত- সাত জন ন্যাশনাল প্যাডলার। তাদের সঙ্গে রয়েছেন উধারবন্দের ৮ ও শিলচরের ছয় খেলোয়াড়। সব মিলিয়ে ক্যাম্পে প্যাডলারদের সংখ্যা ২০।

তবে শুধু এই বিশেষ ক্যাম্প আয়োজন করেই হাত গুটিয়ে বসে থাকেনি টি টি ক্লাব। হাই পারফরম্যান্স ক্যাম্প থেকে ক্লাবের ছেলেমেয়েরা কতটা লাভবান হলো, সেটা খতিয়ে দেখার জন্যই আয়োজন করা হচ্ছে টেবিল টেনিস প্রিমিয়ার লিগ। সোজা কোথায় স্থানীয় খেলোয়াড়রা যাতে রাজ্যের গণ্ডি টপকে এবার ন্যাশনাল রেংকিং গুলিতে নিয়মিতভাবে খেলতে পারে সেদিকে নজর রেখেই এগোচ্ছে টিটি ক্লাব। জাতীয় স্তরের কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে খেলে স্থানীয় প্যাডলারদের স্কিল লেভেল আরো উন্নত করাই টার্গেট টিটি ক্লাবের।
এই হাই পারফরম্যান্স ক্যাম্পে জাতীয় কোচ শুভম দাস ছাড়াও রয়েছেন অনূর্ধ্ব ১৫ ন্যাশনাল খেলা স্নেহানিতা সাহা, অনূর্ধ্ব ১৭ ন্যাশনাল খেলা শুভনিতা রক্ষিত, পাঁচবার ন্যাশনাল রেংকিং খেলা স্নেহা বিশ্বাস, চারবারের ন্যাশনাল খেলা শুভশ্রী গুহ এবং অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল র‍্যাংকিং খেলা দ্বীপ ঘোষ ও স্বাগত সরকার। এই ক্যাম্প সম্পর্কে জাতীয় কোচ শুভম দাস বলেন, ‘আমি এর আগেও এখানে কোচিং এর জন্য এসেছিলাম। ২০১৮ সালে ১৫ দিনের কোচিং ক্যাম্পে এখানে এসেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আগের তুলনায় এখন ক্লাবের প্যাডলাররা অনেকটা এগিয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘জাতীয় স্তরের খেলোয়াড়দের সঙ্গে খেলে এখানকার ছেলেমেয়েরা আরো উন্নতি করবে। আগে এখানকার ছেলেমেয়েরা রেজাল্ট পাচ্ছিল না। এখন পাচ্ছে। দিবিজা পালকে নিয়ে অনেক আশা রয়েছে। আমার বিশ্বাস, ও ন্যাশনালে আরো সাফল্য পাবে। তবে শুধু ও নয়, আরো কয়েকজন কিন্তু দারুন প্রতিভাবান। তাদের নিয়েও আমার ভালো প্রত্যাশা রয়েছে। এমন ক্যাম্পের ফলে তাদের স্কিল লেভেল আরো উন্নত হবে। ‌ ফোকাস বাড়বে। এমন একটা ক্যাম্প আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই টিটি ক্লাবের কর্মকর্তাদের। তবে এখানে পরিকাঠামগত কিছু সমস্যা রয়েছে। বোর্ড, ম্যাট এবং লাইটের সমস্যা রয়েছে।’
ক্লাবের কোচ পার্থপ্রতিম দেব বলেন, ‘হাই পারফরম্যান্স ক্যাম্পে প্রতিদিন তিনটি সেশন থাকে। মূলত অনূর্ধ্ব-১১ থেকে অনূর্ধ্ব ১৯ খেলোয়ারদেরই আমরা এই ক্যাম্পে রেখেছি। স্থানীয় ১৪জনের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির মোট ছজন রেংকিং খেলা প্যাডলার। এই ক্যাম্প থেকে আমাদের খেলোয়াড়রা কতটা লাভবান হয়েছে সেটা দেখার জন্যই আমরা এই প্রিমিয়ার লিগের আয়োজন করতে যাচ্ছি।’

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই প্রিমিয়ার লিগে অংশ নেবে মোট ২৮ জন খেলোয়াড়। থাকবে সাতটি দল। আর প্রতিটি দলে থাকবেন চারজন করে প্যাডলার। হাই পারফরম্যান্স ক্যাম্পের কুড়িজন খেলোয়াড় ছাড়া জাতীয় কোচ শুভম সহ ক্লাবের কোচেরাও এতে অংশ নেবেন। ড্র এর মাধ্যমে দল গঠন করা হবে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক হবে এই প্রিমিয়ার লিগ। এজন্য সাতজন স্পন্সর এগিয়ে এসেছেন। ‌ স্পন্সরদের পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সি ও লাঞ্চ দেওয়া হবে। ‌ এখানেই শেষ নয়, বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলা এই প্রিমিয়ার লিগে অংশ নেওয়া প্যাডলারা পাবেন ম্যাচ ফিও।
সোজা কোথায়, উধারবন্দের এই প্যাডলার তৈরির ‘কারখানা’ এবার নতুন বেঞ্চমার্ক সেট করতে যাচ্ছে।

Comments are closed.

error: Content is protected !!