Also read in

একতরফা প্রেম বিফল, আক্রোশে যুবতীর উপর অ্যাসিড হামলা প্রেমিকের

বরাক উপত্যকায়ও এসিড হামলার মত ঘটনা ঘটল। বদরপুর থানা এলাকার শ্রীগৌরী জিপির পাটিরাকান্দি গ্রামে সংঘটিত হলো এই দুঃখজনক ঘটনা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজমিস্ত্রির সহকারি মিন্টু দাস নামক এক যুবক তার গ্রামেরই বোন সম্পর্কীয় উনিশ বর্ষীয়া এক যুবতীকে প্রেম নিবেদন করে। সম্পর্কিত দাদার সাথে প্রেম করতে যুবতীটি বারংবার অনীহা প্রকাশ করে, এতে ক্ষেপে উঠে মিন্টু দাস। গত শুক্রবার শেষ চেষ্টায় বিফল হয়ে যুবতীর উপর এসিড ছুড়ে পালিয়ে যায় মিন্টু দাস।

যুবতীর চিৎকার-চেঁচামেচিতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে প্রথমেই নিয়ে যাওয়া হয় শ্রী গৌরী হাসপাতালে, সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

যুবতীর ওপর প্রাণঘাতী হামলার এই ঘটনায় মিন্টু দাসের বিরুদ্ধে বদরপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে। বদরপুর পুলিশ মিন্টু দাসকে বাড়িতে বা ওই তল্লাটে পায়নি । তবে পুলিশ আশাবাদী, খুব শিগগিরই মিন্টু দাস তাদের জালে ধরা পড়বে।

মিন্টু দাস এই ঘটনার আগেও অন্যত্র এক বিবাহ করেছে বলে খবর পাওয়া গেছে, তবে ওই স্ত্রী তাকে পরিত্যাগ করেছে।

অ্যাসিড নিয়ে যতই খাতায় কলমে প্রশাসনিক বিধিনিষেধ থাকুক না কেন, সাধারণ মানুষের হাতে তা যে পয়সা ফেললে সহজেই চলে আসে, তা এই অ্যাসিড আক্রমণের ঘটনা থেকেই স্পষ্ট।

Comments are closed.