খুললো সেলুন, বিউটি পার্লার; খুলছে মন্দির, মসজিদ, হোটেল, রেস্তোরা
লক ডাউনের চারটি পর্যায় পেরিয়ে এখন শুরু হয়েছে আনলক করা খোলার পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্দেশিকা মোটামুটি গ্রহন করে রাজ্য সরকার নিজস্ব নীতি নির্দেশিকা জারি করল সোমবার।
সেই নিতে নির্দেশিকা অনুযায়ী ১ জুন থেকে খুললো সেলুন, বিউটি পার্লার। তবে, শুধু চুলের যত্ন নেওয়ার জন্যই সেলুন বা বিউটি পার্লারে যাওয়া যাবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে; মাস্ক, গ্লাভস পরিধান করা, স্যানিটাইজেশনের প্রতি খেয়াল রাখা বাধ্যতামূলক।
মন্দির-মসজিদ- গির্জা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান খুলছে ৮ জুন থেকে । তবে ঘন্টা প্রতি মাত্র কুড়ি জন একসাথে ঢুকতে পারবেন। এই সীমাবদ্ধতা রক্ষা করতে ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হবে কাগজের টোকেনের। তবে ২২ জুন থেকে অনুষ্ঠিতব্য অম্বুবাচী উপলক্ষে কোন ধরনের মেলা হবে না কামাখ্যায়।
হোটেল, রেস্তোরাঁ,শপিং মল ও খুলছে ৮ জুন থেকে। সামাজিক দূরত্ব মেনে ৫০ শতাংশের শর্ত মেনে চলতে হবে। পার্ক এবং খোলা উদ্যানগুলো যোগ, প্রাতঃভ্রমণ, জগিং প্রভৃতির জন্য খুলে দেওয়া হবে।
বাইক, স্কুটি প্রভৃতি দ্বিচক্রযানে আগের বিধি-নিষেধ বহাল থাকছে। অর্থাৎ মহিলা এবং ১২ বছরের নিচের শিশু ছাড়া অন্য কাউকে পেছনে বসানো যাবে না।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, সিনেমা হল, সুইমিং পুল, আমোদ-প্রমোদের উদ্যান, থিয়েটার আপাতত বন্ধ থাকছে। বিধি নিষেধ থাকবে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশে ও।
কার্ফু যথারীতি থাকছে রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত। ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা, গর্ভবতী মহিলা, জটিল রোগে ভোগা ব্যক্তি এবং ১০ বছরের নিচের শিশুদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।
Comments are closed.