Also read in

ফের উত্তপ্ত মধুরবন্দ-কালীবাড়িচর, পরিস্থিতি সামাল দিতে দুই রাউন্ড ফায়ারিং পুলিশের

 

বৃহস্পতিবার মধ্য রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠে মধুরবন্দ সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে দুই রাউন্ড রাবার-বুলেট ফায়ারিং করতে হয় পুলিশকে। একজন পুলিশ আধিকারিক সহ কিছু স্থানীয় মানুষের আহত হওয়ারও খবর রয়েছে।

রাত এগারোটা নাগাদ মধুরবন্দের বড় মসজিদ সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ তথা সিআরপিএফের দল এলাকায় পৌছায়। তবে পুলিশের বার বার সাবধান করার পরও একদল দুষ্কৃতি পাথর ছুড়তে থাকে। এতে একজন পুলিশ আধিকারিক আহত হয়ে পরেন এবং বাধ্য হয়ে দুই রাউন্ড রাবার বুলেট চালাতে হয় পুলিশকে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও কড়া নিরাপত্তার বলয়েই থাকবে মধুরবন্দ, চামরাগোদাম এবং কালীবাড়ি চর সংলগ্ন এলাকা।
পুলিশ সুপার রাকেশ রৌশন জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরের সবকটি পয়েন্টে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা পাহারায় রয়েছেন। পাশাপাশি যেকোনও অবাঞ্ছিত ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুই রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে তবে প্রয়োজনে আবারও গুলি চালানো হতে পারে। এবার শহরে কেউ অশান্তি ছড়াতে চাইলে প্রথম থেকেই কড়া মনোভাব নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে; এদের মধ্যে আছে জামাল উদ্দিন, সেলিম বড়ভূইয়া, মাশুক আহমেদ।

উল্লেখ্য, রবিবার গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের ফলে শহরের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পরে। রাঙ্গিরখাড়ি এলাকায় একটি অটোও জ্বালিয়ে দেয় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা। সোমবার দুপুরে জেলা শাসক ডাঃ এস লক্ষ্মণণের তত্ত্বাবধানে শিলচর সদর থানায় এক জরুরী বৈঠক আয়োজন করা হয়। পুলিশ সুপার রাজেশ রৌশন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য এবং এলাকা বাসিদের প্রতিনিধিরা এতে অংশ নেন।

 

Kalibari Chor area : Police action restores Peace) area and since police is on high alert. If we recall an auto rickshaw was burnt in Rangirkhari area on April 9 (Read here: Auto Rickshaw set on fire in Rangikhari; District Administration urges people to maintain peace).

Comments are closed.