Also read in

বিজেন্দ্র সরতেই বদলে গেল চিত্র ! শাসকগোষ্ঠীর প্যানেল নিয়ে অশান্তি

বিজেন্দ্র প্রসাদ সিং সরে দাঁড়াতেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার আসন্ন বি জি এমের পুরো চিত্রটাই যেন বদলে গেছে। এমনিতেই প্যানেল তৈরি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছিল শাসক গোষ্ঠীকে। এবার যোগ্য প্রার্থী খুঁজতে হবে সচিব পদের জন্য। রাতারাতি এমন একজনকে খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন হবে তাদের জন্য।

সূত্রমতে জানা গেছে, গত তিনদিন প্যানেল তৈরির জন্য তিন তিনটে বৈঠক করেছিল শাসকগোষ্ঠী। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একাধিক প্রার্থী নিয়ে আপত্তি রয়েছে শাসক লবির। এ নিয়ে একপ্রস্ত ঝামেলাও নাকি হয়ে গেছে। আর সবকিছুই হয়েছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সামনে। একজন সূত্র এমনটাই দাবি করেছে। বর্তমান কমিটির একাধিক পদাধিকারীকেই রাখতে চাইছে না শাসক গোষ্ঠী। এর মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত থেকে শুরু করে সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য এবং নিরঞ্জন দাস। ‌ অথচ এরা তিনজনই গত সাড়ে তিন বছরে নিজেদের দায়িত্ব ভালোভাবেই সামলেছেন। তাদের বদলি হিসেবে প্রার্থী দিতে চাইছে শাসক লবি। নিজেদের লোক সংস্থায় আনতে চাইছে। তাহলে কি এর জন্যই সরে দাঁড়িয়েছেন বিজেন্দ্র? এ নিয়ে ক্রীড়ামহলে জল্পনা শেষ নেই।

‌ যদিও গতকাল বিজেন্দ্র সাফ জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তিনি বেশ কিছু সময় থেকেই ভাবছিলেন। অবশ্য সচিব হিসেবে তিনি নতুন কর্ম সমিতিতে থাকবেন, বিজেন্দ্র কিন্তু এমন কিছু বলেননি। বিজিএম নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেননি। ‌ বৃহস্পতিবারই প্রথমবারের জন্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু একটা বলেছেন। তবে তার এই সিদ্ধান্তে কিন্তু শাসকগোষ্ঠীর হিসাবটাই বিগড়ে গেছে।

এখন তাহলে কাকে সচিব পদে দাঁড় করাবে শাসকগোষ্ঠী? জানা গেছে, সুবিমল ধর কে সচিব পদের জন্য রাজি করাতে অনেক চেষ্টা করা হয়েছে। তবে তিনি রাজি হননি। ফলে বাধ্য হয়ে নতুন কাউকে খুঁজতে হচ্ছে। এক সূত্র মতে গতকাল বৈঠকে দেবাশিস সোমের নাম উঠে এসেছে সচিব পদের জন্য। যদিও এটা ছিল প্রাথমিক আলোচনা। চূড়ান্ত কিছু নয়। ‌ তবে এই আলোচনা সামনে আসতেই লেগে গেছে অশান্তি। ‌ সূত্রটি জানিয়েছেন, সচিব পদে দেবাশীষের নাম আসতেই দুই সহ সচিবের পদ থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন চন্দন শর্মা ও অরিজিৎ গুপ্ত। হয়তো আগামী কাল এ নিয়ে বৈঠকে বসবে শাসক লবি।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এতটা দিন ধরে একের পর এক বৈঠক করলেও একটা প্যানেল চূড়ান্ত করতে পারছে না শাসকগোষ্ঠী। ‌ বিজিএমের দিনক্ষণ ঘনিয়ে আসলেও এখনো জোর দিয়ে কিছুই বলতে পারছে না। এবার পোড় খাওয়া বিজেন্দ্র সরে দাঁড়ানয় আরো পিছিয়ে পড়ল শাসক লবি।

Comments are closed.

error: Content is protected !!