Also read in

অকালে থেমে গেল গিটার,প্রয়াত শিল্পী সুপ্রিয় দাশগুপ্ত

অকালে চলে গেলেন শিলচরের তরুণ গিটারবাদক সুপ্রিয় দাশগুপ্ত। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে রবিবার ভোরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল মাত্র ছয় ৩৫ বছর।

যে মঞ্চকে মনে প্রানে ভালোবেসে ছিলেন, সেই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়েই অসুস্থ হয়ে গেলেন সুপ্রিয় দাশগুপ্ত। শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডের ১০ নম্বর লেনের গিটারবাদক সুপ্রিয় শনিবার রাতে ভেনাস ক্লাবের হয়ে ডলুতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন।

অন্যেরা মঞ্চে থাকলেও শরীর ভালো না লাগায় নিচে নেমে বসতে চেয়েছিলেন; কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঘাম বের হতে থাকে এবং বমিও হয়, অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে ডলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাত প্রায় আড়াইটা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।

কিন্তু শেষ রক্ষা হয়নি, রবিবার সকালে তিনি এই পৃথিবীর মায়া কাটান। রেখে গেলেন জীবন সঙ্গী সঙ্গীত শিল্পী মুক্তা দাশগুপ্ত ও ৯ বছরের এক শিশুকন্যাকে। শহরের সাংস্কৃতিক আঙ্গিনায় গিটার বাদক হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। স্বামী-স্ত্রী একসাথে এক মঞ্চে অনেক অনুষ্ঠান করেছেন। তার এই অকাল প্রয়াণে শিলচরের সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.