Also read in

আগামীকাল কাছাড়ে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ

বিজেপির প্রার্থীদের পালে হাওয়া তুলতে আগামীকাল কাছাড় জেলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উধারবন্দ, শিলচর এবং বড়খলায় তার অনুষ্ঠান রয়েছে। সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১ টায় উধারবন্দের জয়পুরে ব্লক ফিল্ডে তার সভা রয়েছে। এরপর দুপুর বারোটায় শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে বিরাট সভা। সেখান থেকে তিনি চলে যাবেন বড়খলা সমষ্টিতে, সেখানে হাতিছড়া চা-বাগানে তিনি দলীয় সভায় যোগ দেবেন।

উধারবন্দ সমষ্টিতে বিজেপির প্রার্থী মিহির কান্তি সোম, তার বিপক্ষে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং নির্দল প্রার্থী রাহুল রায়। সেখানে লড়াই ত্রিকোণ, যোগী আদিত্যনাথের সভা বিশেষ ধর্মীয় মেরুকরণ গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করতে পারে।

বড়খলা সমষ্টিতে সরাসরি লড়াই বিজেপি এবং কংগ্রেসের। তবে এই এলাকায় নাথ যোগী সম্প্রদায় বিশেষ প্রভাব রয়েছে। গত তিন নির্বাচনে নাথ পদবীর প্রার্থীই বড়খলায় জয়ী হয়েছেন, তবে এবার কিশোর নাথ এবং রুমি নাথ দুজনেই প্রার্থী নন। এক্ষেত্রে যোগী আদিত্যনাথ এলাকায় এসে সভা করলে বিজেপির পক্ষে সুবিধা হওয়ার সম্ভাবনা আছে।

শিলচরে বরাক উপত্যকার সবথেকে মজাদার লড়াই হচ্ছে। প্রায় সমান ভাবে এগিয়ে চলেছেন প্রধান তিন প্রার্থী, কংগ্রেসের তমাল কান্তি বণিক, বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল। বিজেপির স্টার ক্যাম্পেইনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বরাক উপত্যকা সফর করে গেছেন। আগামীকাল যোগী আদিত্যনাথ প্রচারের পালে হাওয়া তুলতে আসবেন। এটা অবশ্যই দ্বীপায়ন চক্রবর্তীর কাছে বাড়তি পাওনা হবে। কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধী অথবা রাহুল গান্ধী এই সপ্তাহে শিলচর ভ্রমণ করবেন। এছাড়া প্রদেশ কমিটির কিছু নেতাও শিলচরে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে নামবেন। দিলীপ কুমার পাল স্টার ক্যাম্পেইনার নিয়ে ভাবছেন না, তার মূল শক্তি হচ্ছে বিজেপির বিধায়ক থাকা অবস্থায় জনগনের পাশে থেকে যে কাজ করেছেন, সেটাই।

Comments are closed.