Also read in

ন্যাশনাল ক্যু স্যু চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেল শিলচর ডনবস্কোর উৎসব দেব

সপ্তম ইণ্ডিয়ান ন্যাশনাল ক্যু স্যু চ্যাম্পিয়নশিপের জুনিওর বিভাগে স্বর্নপদক পেল শিলচর ডনবস্কোর খুঁদে পড়ুয়া উৎসব দেব। শনিবার কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুর থিন্ডলু গেইটের টি ভি এস প্যালেসে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউণ্ড গোয়া এবং চূড়ান্ত রাউণ্ডে কর্নাটককে হারিয়ে স্বর্ণপদক লাভ করে কাটলিছড়ার প্রাক্তন এপি সভাপতি উৎপল দেবের পুত্র তথা শিলচর ডনবস্কো স্কুলের ছাত্র উৎসব দেব ।

কর্নাটক ক্যু স্যু অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে এবং ইণ্ডিয়া ক্যু স্যু ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ক্যু স্যু চ্যাম্পিয়নশিপ জুনিয়রে উৎসব দেব স্বর্ণপদক লাভ করায় কাটলিছড়ার বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় অসম থেকে সতের জন প্রতিযোগী অংশ নেন।। বাইশ ও তেইশ ডিসেম্বর মার্শাল আর্টেরওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্ধোধনী দিবসে অনুষ্ঠিত জুনিয়র বিভাগের ফ্যাইনালে উৎসব দেব সবাইকে তাক লাগিয়ে স্বর্ণপদক লাভ করে। উৎসব দেবের উল্লেখযোগ্য সাফল্যে হাইলাকান্দির বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।।

Comments are closed.