কাটলিছড়ার অল্টো গাড়ি ছিনতাই ও চালক-হত্যাকান্ডে মহিলা সহ আটক চার
কাটলিছড়া থেকে ভাড়া নেওয়া অল্টো গাড়ি ছিনতাই করে চালককে নৃশংস ভাবে হত্যাকান্ডে চারজনকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার রাতে অল্টো চালক উত্তম গোয়ালা হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক মহিলা সহ চারজনকে আটক করেছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। অল্টো চালক উত্তম গোয়ালার হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার সকালে খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকাল ১১ টার মধ্যে কাটলিছড়া থানার সামনে শতাধিক মানুষের ভিড় জমে উঠে। থানার সম্মুখে ভিড় জমে উঠার ঘটনাকে কেন্দ্র করে থানা প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে উঠে। বিজেপি দলের বহু নেতৃবৃন্দ থানায় ছুটে আসেন। কাটলিছড়া পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয় যে থানায় কাউকে আনা হয় নি। আটক চারজনকে হাইলাকান্দি সদর থানায় রাখা হয়েছে । তখন বিজেপি কিষান মোর্চার সভাপতি বিদুৎ পাল মোবাইলে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সাথে যোগাযোগ করেন। তখন এ এস পি দাস জানান যে আটক চারজনকে কাটলিছড়া থানায় রাখা হয়েছে। অল্টো চালক উত্তম হত্যাকান্ডে আটক ব্যক্তিদের অবস্থান নিয়ে হাইলিকান্দি পুলিশের উর্ধতন এবং অধস্তন কর্তাদের পরস্পর বিরোধী বক্তব্যকে ঘিরে উপস্থিত বিভিন্ন হিন্দুত্ব-বাদী সংগঠনের নেতা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।
বিজেপি দলের নেতা এবং পুলিশের মধ্যে একসময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ, এ এস আই বিধান দাস, এস আই কল্যাণ বরার তৎপরতায় একসময় ক্ষুব্ধ জনতাকে থানার গেইটের বাইরে নিয়ে যাওয়া হয়। ।ওসি নিতাই চান্দ সিনহা উত্তেজিত জনতাকে আশ্বস্ত করে বলেন তদন্তের স্বার্থে আটক চারজনের নাম প্রকাশ করা হচ্ছে না এবং হত্যাকান্ডের সংগে জড়িত অন্য আসামীদের ধরতেই বিষয়টি গোপন রাখা হচ্ছে।
Comments are closed.