Also read in

শহরের পর এবার গ্রামে ব্যাপক টিকাকরণ: কাছাড়ের ২৯ টি স্থানে ভ্যাকসিন দেওয়া হবে আগামীকাল

শুক্রবার কাছাড় জেলার আটটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার মোট ২৯ টি স্থানে কোভিডের টিকাকরন কার্যসূচী অনুষ্ঠিত হবে l

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, ৯৬৮ সেঁউতি এল পি, শিব নারায়ন পুর এমই মাদ্রাসা এবং বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হবে l

অনুরূপভাবে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার দয়াপুর চা বাগান, আরকাটিপুর চা বাগান হাসপাতাল এবং ভেটেনারি সাব সেন্টার, রংপুর এবং দুর্গানগর গোসাইপুর গাঁও পঞ্চায়েতে, লক্ষ্মীপুর এলাকায় আর্লি হায়ার সেকেন্ডারি স্কুল ,খুনাও হাই স্কুল ,৮৯৭ নং হাতি কুড়ি এলপি স্কুল, লক্ষীনগর ট্রাইবেল এমই স্কুল,৮১ নং বেতুকান্দি এল পি স্কুল, সোনাই অঞ্চলের বনতারাপুর হাই স্কুল, শিলকুড়ি ফ্যাক্টরি ক্যাম্পাস, অন্নপূর্ণা বিবাহ ভবন, ৭৭৬ মাঝিরগ্রাম এলপি স্কুল , ধলাই অঞ্চলের আনন্দখাল এলপি স্কুল , বিদ্যা রতনপুর এম পি এইচ সি এবং রেডিয়েন্ট স্কুলে, জালালপুর অঞ্চলের বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, অম্বিকাচরণ হাই স্কুল , কাটিগড়া মডেল হাসপাতলে, এবং কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে, বড়খলা এলাকার সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলে,৬৭২ বিজয়পুর বাগান এলপি স্কুলে এবং ১৩২২ নারায়ণ ছড়া এলপি স্কুল, এবং হরিনগর এলাকার মাদরিপার এলপি স্কুল , বড়থল চা বাগান হাসপাতাল , এবং দেওয়ান চা বাগান হাসপাতালে এই টিকাকরণ কার্যসূচী অনুষ্ঠিত হবে শুক্রবার l

প্রশাসন থেকে জানানো হয়েছে যে, জেলার সব বিধায়ক তাদের এলাকায় এই টিকাকরণ কার্যসূচির উদ্বোধন করবেন। শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী অম্বিকাপুর জিপি’র অন্নপূর্ণা বিবাহ ভবনে এবং বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বড় যাত্রাপুর সিরাজুল আলী হাইস্কুলে টিকাকরণ কার্যসূচির উদ্বোধন করবেন শুক্রবার।

Here is the detailed list of centres:

Comments are closed.

error: Content is protected !!